ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

প্রকাশিত: ১৭:৩৮, ২৩ অক্টোবর ২০২২; আপডেট: ২০:০৯, ২৩ অক্টোবর ২০২২

সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

নাফ নদীতে জাহাজ চলাচল

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর কারণে কক্সবাজার সমুদ্র উপকূলে ৩নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফলে কক্সবাজার-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ। 

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। তাই আমরা জাহাজ চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছি। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×