ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আজ দিনটা শুধু বয়ফ্রেন্ডদের

প্রকাশিত: ১২:৪৪, ৩ অক্টোবর ২০২২

আজ দিনটা শুধু বয়ফ্রেন্ডদের

প্রেমিক-প্রেমিকা

আজকের দিনটা শুধু প্রেমিকদের (বয়ফ্রেন্ড) জন্য। হ্যাঁ, বিশ্ব বয়ফ্রেন্ড দিবস আজ ৩ অক্টোবর। এ দিন প্রেমিকারা উপহার দিয়ে মনে করিয়ে দেন, তারা কতটা ভালোবাসেন তাদের প্রেমিককে। ‘আমি তোমাকে ভালোবাসি’ বলেই প্রেমিককে আজ দিনটি স্মরণ করিয়ে দিন প্রেমিকারা।

পৃথিবীর সব প্রেমিকার কাছে তার প্রেমিক বন্ধুর চেয়ে বেশি কিছু, আবেগ ও ভরসার স্থান। প্রেমিক হওয়া কিন্তু বড় সহজ নয়। কেবল মিষ্টি মিষ্টি কথা আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখানো নয়, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকরভাবে পাশে থাকা, দমে যাওয়া মুহূর্তে সাহস জোগানো সত্যিকার প্রেমিকের কাজ।

প্রেমিক পুরুষ বাহ্যিকভাবে হয়তো সুদর্শন না হতে পারেন, কিংবা হয়তো তিনি ছন্নছাড়া, বোহিমিয়ান কিন্তু এসব তার অযোগ্যতা নয়। কে জানে, তিনি হয়তো আপনাকে ভালোবাসার ক্ষেত্রে শতভাগ সৎ! 

২০১৪ সাল থেকে এ দিনটিকে প্রেমিক (বয়ফ্রেন্ড) দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে এটার জনপ্রিয়তা পেয়েছে ২০১৬ সালের পর। বর্তমানে বিশ্বব্যাপী দিনটি নানা আয়োজনে পালন করেন প্রেমিকারা।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×