শীত শেষ হলো বলে। নতুন রং, প্যাটার্ন আর ডিজাইনে স্প্রিং বা সামারকে বরণ করে নিতে প্রস্তুত ফ্যাশন বিশ্ব। মৌসুমের শুরুতেই দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে সামারের প্রথম ক্যাপসুল- ফাল্গুন ও ভ্যালেন্টাইন কালেকশন ২০২৫।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেছেন, ‘ফ্যাশন ক্যালেন্ডারে স্প্রিং’কে সামারের একটি অংশ ধরা হয়। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বসন্তের মর্ম সব সময়ই আলাদা। এই একটি ঋতুতে প্রকৃতি ও পোশাকের মেলবন্ধনে পুরো দেশ উৎসবমুখর হয়ে ওঠে। একই সঙ্গে এই মাস ভালোবাসার আবেগ প্রকাশের মাস। দুটো আয়োজনকে মাথায় রেখেই উজ্জল রং, ইউনিক প্যাটার্ন আর ট্রেন্ডের শীর্ষে থাকা ডিজাইন দিয়ে ফাল্গুন-ভ্যালেন্টাইনের সম্পূর্ণ স্বতন্ত্র্য কালেকশন লঞ্চ করেছে লা রিভ।
লা রিভের এই বছরের ফাল্গুন-ভ্যালেন্টাইন কালেকশনের নাম কনভার্জ, মানে অভিন্নতা। বিশ্বায়নের এই মুহূর্তে প্রযুক্তির ব্যবহার শীর্ষে। আজকাল প্রযুক্তিতেই সম্পূর্ণ নতুন একটি বিশ্ব-প্রকৃতির ডিজাইন তৈরি করে ফেলা যায়। কিন্তু প্রযুক্তিও তো প্রকৃতিরই অংশ।
নতুন কালেকশনে নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, টপস, শ্রাগ ও ম্যাচিং বটমস ডিজাইন করেছে লা রিভ। পুরুষের জন্য থাকছে ট্রেন্ডি পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফরমাল শার্ট, ও বেস্ট-ফিট বটমসের সমাহার।
লা রিভের নতুন কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে সকল স্টোর ও অনলাইন পোর্টাল www.lerevecraze.com-এ। সহজে অনলাইনে কেনাকাটা করতে ডাউনলোড করতে পারেন লা রিভ অ্যাপ। এ ছাড়াও মেসেঞ্জারে অর্ডার প্লেস করতে লগইন করুন www.facebook.com/lerevecraze