ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

বর-কনের পাদুকা

প্রকাশিত: ১৯:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

বর-কনের পাদুকা

বর-কনে: অমি ও তাহমিনা

বিয়ে নিয়ে তরুণ-তরুণীদের মধ্যে থাকে নানা স্বপ্ন। তাই বিয়ের বাদ্যি বাজলেই বর ও কনে দুজনেই সাজপোশাক নিয়ে বেশ সচেতন হয়ে ওঠেন। গায়ে হলুদ থেকে বিয়ে ও বৌভাত প্রত্যেকটা দিন সাজ হতে হবে নজরকাড়া। সেই লক্ষ্যেই চলতে থাকে কেনাকাটা। তবে সাজ মানে শুধুই কি পোশাক, গয়না ও আনুষঙ্গিক সাজ-সরঞ্জাম? একেবারেই না। এই প্রজন্মের ফ্যাশন সচেতনরা, শুধু পোশাকই নয়, পোশাকের সঙ্গে মিলিয়ে কী জুতা পরবেন সেই নিয়েও বেশ চিন্তায় থাকেন। কারণ পোশাকের সঙ্গে সামঞ্জস্যতা রেখে জুতা না পরলে, পুরো সাজটাই মাটি হয়ে যেতে পারে। তবে শুধু ফ্যাশনের জন্য নয়, জুতা কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি বিষয়ে। প্রথমটি, স্বস্তি বা আরাম এবং দ্বিতীয়টি, পোশাক অনুযায়ী জুতা নির্বাচন। যা আপনার বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিচয় দেবে আপনার রুচিরও। ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ডগুলো তাদের ‘ওয়েডিং কালেকশন’ নিয়ে এসেছে। সেখান থেকে সহজেই বেছে নিতে পারবেন আপনার পছন্দের পণ্যটি।
ভেনচুরিনি মেনস ফরমাল ডেওস শু
দেখতে যেমন ফ্যাশনেবল, তেমনই আকর্ষণীয় এর নকশা। বিয়ের দিন বরের পায়ে এমন জুতা নজর কাড়বেই। বিশ্বমানের উপাদান দিয়ে তৈরি এই জুতা বিয়েসহ যে কোনো অনুষ্ঠানেই পরা যেতে পারে। যে কোনো ধরনের শার্ট ও প্যান্টের সঙ্গে খুব সহজেই মানিয়ে যাবে এই জুতা।
নিনো রসি ব্লক হিলস
খোলা ব্লক হিলযুক্ত এই জুতায় রয়েছে বৈচিত্র্যময় গোল্ডেন শেড, যা যে কোনো ধরনের পোশাকের সঙ্গেই বেশ মানানসই। জুতাটিকে আরও সুন্দর করে তোলার জন্য সূক্ষ্ম দুটি স্ট্র্যাপ রয়েছে এই স্যান্ডেলে। বিয়ের সাজ হিসেবে কনেরা শাড়ির সঙ্গে পরার জন্য এই জুতাটি রাখতে পারেন পছন্দের তালিকায়।
মোচি পয়েন্টেড টো হিলস
মোচির ওয়েডিং কালেকশনে থাকা জুতাগুলোর মধ্যে এটি অন্যতম জনপ্রিয়। হালফিলের ফ্যাশন সচেতন মহিলাদের কাছে এই জুতা হতে পারে প্রথম পছন্দ। এটিতে রয়েছে হাল্কা গোলাপি শেডের নকশা। ওজনেও বেশ হাল্কা বটে! যে কোনো পার্টি বা অনুষ্ঠানে, যে কোনো পোশাকের সঙ্গে এই জুতা, অন্যদের কাছে আপনার রুচিবোধকে  কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।


মোচি স্কয়ার টো হিল স্যান্ডেল
গতানুগতিক নকশা থেকে একটু ভিন্ন ধরনের জুতা পরতে চান? তা হলে বেছে নিতে পারেন এই জুতাটিও। স্ট্র্যাপের ওপর হাল্কা পাথরের কাজ করা এই জুতার গোড়ালির দিকটা চৌকো। পাথরের হিল থাকায় এই জুতাটি গায়ে হলুদের অনুষ্ঠানে পরার জন্য উপযুক্ত। তা ছাড়াও পার্টি ড্রেস, শাড়ি বা সালোয়ার-কামিজ যে কোনো পোশাকের সঙ্গেই বেশ মানাবে এই জুতাটি।
ফ্যাশন ডেস্ক

×