ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শীতে শিশুর জুতা

শারমিন উদ্দিন

প্রকাশিত: ১৯:২০, ৫ জানুয়ারি ২০২৫

শীতে শিশুর জুতা

নতুন বছরের সঙ্গে সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ। শীতের কবলে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে শিশুরা। তাই শীতকালে শিশুর যত্নে দিতে হবে বিশেষ নজর। শীতকালের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জুতা। শিশুকে গরম কাপড় পরানো হলেও অনেক সময় পায়ের যত্নের বিষয়ে উদাসীন থাকেন  অনেকেই। যা একেবারেই উচিত নয়। তবে অন্যান্য ঋতুর তুলনায় শীত ঋতুতে জুতার কদর কিছুটা হলেও বাড়ে। জুতা কেবল সৌন্দর্যের জন্যই নয়, এটি পায়ের সঠিক গড়ন ও হাড়ের গঠনেও সাহায্য করে। ধুলাবালি, ময়লা ও রোগজীবাণু থেকেও সুরক্ষা দেয় জুতা।
আর শীতকালে বেশি ভাবতে হয় পরিবারের ছোট শিশুদের নিয়ে। আপনার শিশুর ছোট পা জোড়া উষ্ণ রাখতে জুতার বিকল্প নেই। তবে জুতা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরিÑ
পা ঢাকা জুতা : শীতকালে জুতা কেনার সময় পুরো পা কভার করে শীত প্রতিরোধ করতে সক্ষম এমন জুতা নির্বাচন করতে হবে?
নরম কাপড় : শিশুদের ত্বক তুলনামূলক নরম ও সংবেদনশীল হওয়ায় আরামদায়ক নরম কাপড়ের জুতা কিনতে হবে।
সিমসাম ডিজাইন : জুতা কেনার সময় ভারি ও ঘন ডিজাইনের জুতা পরিহার করা ভালো। হাল্কা ওজনের সিমসাম জিডাইনের জুতা শিশুদের জন্য বেশি উপযোগী।
আরামদায়ক : জুতা কেনার সময় সর্বাগ্রে আরামদায়কের বিষয়টি গুরুত্ব দিতে হবে। জুতাটি শিশুর পায়ে মানানসই না হলে পা লাল হয়ে যাওয়া বা র‌্যাশ ওঠার সুযোগ থাকে। তাই জুতা কেনার আগে পায়ে পরিয়ে দেখে নিন ঠিকভাবে হাঁটতে পারছে কি না।
সাইজ : সাইজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। জুতা কেনার আগে ভালোভাবে সাইজ মিলিয়ে কিনতে হবে। খেয়াল রাখতে হবে পায়ের মাপের চেয়ে যেন অনেক বেশি টাইট কিংবা বড় না হয়।
শিশুর জুতা কেনার সময়ে উল্লিখিত বিষয় মনে রাখার পাশাপাশি আরামদায়ক মোজাও কেনা প্রয়োজন। কেননা মোজা ছাড়া জুতা পরলে স্কিনে র‌্যাশ বা চুলকানি হতে পারে। 

×