ছবি: সংগৃহীত
ফ্যাশনপ্রেমীদের সবচেয়ে পছন্দের ঋতু শীত। শীতের সকল ফ্যাশন ক্লাসিক, দেশী প্যাটার্নে ওয়েস্টার্ন ফিউশন আর জমকালো উইন্টার পার্টির সেরা সব ডিজাইন নিয়ে দেশের
শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভও সম্প্রতি লঞ্চ করেছে তার নতুন উইন্টার ২০২৪ কালেকশন। উইন্টারের এই নতুন কালেকশনটির নামকরণ করা হয়েছে ক্যাওস। মহাবিশ্বের শুরু থেকে প্রকৃতিতে ঋতুর পরিবর্তন, সবই শুরু ক্যাওস বা বিশৃঙ্খল একটি অবস্থা থেকে। ক্যাওসের সূত্র ধরেই আসে সৃষ্টি, শান্তি আর সম্প্রীতির পর্ব। এমনই একটি ইতিবাচক ভাবনাকে রং ও প্যাটার্নে ডিজাইন করা হয়েছে নতুন কালেকশনটিতে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেছেন, ক্যাওস থেকে সৃষ্ট ইতিবাচকতার সকল এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হয়েছে লা রিভের নতুন এই কালেকশনে। যে কোনো অনুভূতি প্রকাশের সবচেয়ে উপযুক্ত মাধ্যম হলো রং, তাই এই কালেকশনে রংকে প্রাধান্য দিয়েই প্রিন্টস্টোরিগুলো সাজানো হয়েছে। প্রধান বা সেন্টিমেন্ট কালারের নাম লাভা, এর সঙ্গে প্রাইমারি কালার প্যালেটে লাভার মতো বোল্ড ও ডার্ক শেডগুলোকে বাছাই করা হয়েছে।
তিনি আরও জানান, উইন্টার ’২৪ কালেকশনের প্রধান প্রিন্টস্টোরিগুলোর মধ্যে আছে অ্যাজটেক ইন্সপিরেশন। মেক্সিকোর বিখ্যাত অ্যাজটেক মোটিফ ও উজ্জ্বল রঙের সমন্বয়ে এই প্রিন্টস্টোরি তৈরি হয়েছে। ম্যাট ফিনিশে কালার—পপ থিমে সাজানো প্রিন্টস্টোরির নাম এসিডিক গ্রোথ। উজ্জ্বল রেখার কাজ নিয়ে সাজানো হয়েছে টুইস্টেড লাইনস ও ক্যালাইডোস্কোপিক প্রিন্ট।
লা রিভ উইন্টার ’২৪ কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশালসহ ঢাকার সব স্টোরে। ঘরে বসেই নতুন উইন্টার কালেকশন থেকে শপিং করতে ভিজিট করুন লা রিভের অনলাইন পোর্টাল www.lerevecraze.com, অথবা ডাউনলোড করুন লা রিভ অ্যাপ। এ ছাড়াও মেসেঞ্জারে অর্ডার প্লেস করতে লগইন করুন www.facebook.com/lerevecraze
ইসরাত