ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ব্রাইডাল টিপস

প্রকাশিত: ১৯:৪৬, ৮ ডিসেম্বর ২০২৪

ব্রাইডাল টিপস

চলছে বিয়ের মৌসুম। বিভিন্ন জায়গা থেকে প্রায়ই ভেসে আসে সানাইয়ের সুর। বিয়ের সাজগোজ নিয়ে থাকে নানা পরিকল্পনা। এক্ষেত্রে বর-কনের সাজ সুন্দর করতে কিছু টিপস জেনে রাখা প্রয়োজন।   
বিয়ের প্রস্তুতির জন্য কনে বিয়ের আগ মুহূর্তে মেনিকিউর পেডিকিউরসহ অন্য যেসব রূপচর্চা আছে, সেগুলো পার্লার থেকে করে নেয়। সময় স্বল্পতার জন্য খুব তাড়াহুড়া করে থাকে। তবে সবচেয়ে ভালো হয় বিয়ের এক মাস আগে থেকেই রূপচর্চা শুরু করলে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় কয়েকগুণ।
হেয়ার ট্রিটমেন্ট, ওয়াস্টিন বা লোমের ট্রিটমেন্ট আগে থেকে করিয়ে নিলে তাড়াহুড়ার মধ্যে পড়তে হয় না।
ফুলের গহনা পরার ইচ্ছা থাকলে, ন্যূনতম এক সপ্তাহ আগেই অর্ডার করুন।
আমাদের দেশে বরের সাজের বিষয়ে তেমন কেউ আগ্রহ প্রকাশ করে না। এটা ঠিক নয়। বরের জন্যও হালকা অথবা ভারি মেকআপের প্রয়োজন থাকতে পারে। পরিপাটি সাজের কনের পাশে মেকআপ ছাড়া বর যেন অনেকটাই ম্লান। এ কারণেই বরের বেসিক মেকআপের প্রয়োজন রয়েছে। এখন অবশ্য বিয়ের আগে অনেক পাত্র নিজেই চলে যায় ছেলেদের বিউটি স্যালুনে নিজেকে পরিপাটি করতে। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক।
বর-কনেকে ফোন দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। অনেকেই কারণে অকারণে ফোন দিয়ে বিরক্ত করে থাকে। দেখা গেছে, মেকআপের বড় একটা সময় ব্যয় হয় ফোন রিসিভ করা নিয়ে।
আবার বিয়ের আসরে কোনো নেতিবাচক ইনফরমেশন সরাসরি কনের কাছে বলা ঠিক নয়। যা হাস্যোজ্জ্বল চেহারা মলিন করে দিতে পারে।
বিয়ের মতো নির্মল এক আনন্দঘন অনুষ্ঠানে সতেজ থাকা সবারই কাম্য। এজন্য প্রয়োজন সঠিক মেকআপ, যাতে বর-কনের সৌন্দর্য ও সতেজতার মাধ্যমে মুগ্ধ হয় সবাই।

×