ঢাকা, বাংলাদেশ   রোববার ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

হেমন্তের আয়োজন

প্রকাশিত: ১৮:৪৬, ২৪ নভেম্বর ২০২৪

হেমন্তের আয়োজন

বৈচিত্র্যময় সাজে প্রকৃতিতে এখন বিরাজ করছে হেমন্ত। সকালের শিশির  ভেজা ঘাস আর হাল্কা কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এ সময়ে  বাঙালি মেতে ওঠে নবান্ন উৎসবে। হেমন্ত আসলেই পাকা ধানের সোনালি আলোয় উদ্ভাসিত হয় মাঠ প্রান্তর। খুশির আলো বইতে থাকে কৃষকের ঘরে ঘরে, চারদিক হয় উৎসবমুখর।
আবহাওয়ার এই তারতম্যের  কারণে হেমন্তের পোশাক ও সাজসজ্জাতে আসে পরিবর্তন। তাই গরম ঠান্ডার এই সখ্য ও অনুভুতির কথা মাথায় রেখে কে ক্র্যাফট করেছে হেমন্ত আয়োজন।
ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ এবং স্বস্তিদায়ক পোশাকই হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। মেয়েদের জন্য সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, টিউনিক, কাফটান আর ছেলেদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফুল স্লিভের  শার্ট থাকছে। এ ছাড়াও ছেলে এবং মেয়ে শিশুদের জন্যও থাকবে নানা আয়োজনের পোশাক।  নানা রঙের প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে হাল্কা শাল, যা এ সময়ের জন্য বেশ উপযোগী।
কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শোরুম ছাড়াও অনলাইন শপ  থেকে হেমন্ত আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়াও ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

×