ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লা রিভে মিড-সিজন সেল

প্রকাশিত: ২২:২২, ১ সেপ্টেম্বর ২০২৪

লা রিভে মিড-সিজন সেল

শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভে শুরু হয়েছে

শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভে শুরু হয়েছে ‘মিড-সিজন সেল ফেস্টিভ্যাল ২০২৪! নারী, পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের সকল ট্রেন্ডি ডিজাইনে (একসেপ্ট নিউ এরাইভেল) ফ্লাট ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি। 
মিড-সিজন সেলে প্রাধান্য পেয়েছে সামার ক্যাজুয়াল ডিজাইন। এর পাশেই সাজানো হয়েছে সামার-উপযোগী পার্টি, অফিস-টু-পার্টি এবং কমফোর্ট ওয়্যারের সম্ভার। নারীদের জন্য টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, শাড়ি, আবায়া, টপ, কোটি, শ্রাগ ও টিশার্ট, সবই পাওয়া যাবে এই সেলে। আরও আছে পালাজ্জো, স্কার্ট, হারেম, লেগিংস ও জিন্স প্যান্ট। 
পুরুষদের জন্য ক্যাজুয়াল, সেমিফিটেড ও ফিটেড পাঞ্জাবিসহ সব ধরনের শার্ট থাকবে। পোলো ও টিশার্টের সঙ্গে ম্যাচিং জিন্স, চিনোসসহ ট্রেন্ডি প্যান্ট পাজামাগুলোও রাখা হয়েছে সেলের এই দারুণ উৎসবে। ছেলে, মেয়ে এবং নবজাতক শিশুদের আরামদায়ক ও স্টাইলিস পোলো, টিশার্ট, পাঞ্জাবি সেট, উভেন সেট, ঘাগরা চোলি, টিউনিক, সালোয়ার কামিজসহ নিমা সেট রাখা হয়েছে এবার। 
হোম ডেকোর ও ফ্যাশন অনুষঙ্গেও বিশেষ ছাড় পাওয়া যাবে। সব মিলিয়ে, সুলভ মূল্যে ও সাধ্যের মধ্যে সব ধরনের পোশাক ও অনুষঙ্গ কেনার ব্যবস্থা থাকবে লা রিভের মধ্য সিজনের এই বিশেষ সেলে। 
লা রিভ মিড সিজন সেল চলছে সকল স্টোর ও অনলাইনে। লগ ইন করুন https:/ww/w.lerevecraye.com/ | A_evww w.facebook.com/lerevecraye/

×