ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্নিগ্ধ সুন্দর ত্বক

জান্নাতুল রুহানি

প্রকাশিত: ২২:২০, ১ সেপ্টেম্বর ২০২৪

স্নিগ্ধ সুন্দর ত্বক

স্নিগ্ধ সুন্দর ত্বক

শরতের আবহাওয়া বড্ড হেয়ালিপনা। আর আবহাওয়ার এই তারতম্য যেন ত্বক স্পর্শ না করে তার জন্য প্রস্তুতি নিয়েছেন তো! এ নিয়ে পরামর্শ দিয়েছেন জারা বিউটি পার্লারের স্বত্বাধিকারী সালমুন আক্তার। 
বাইরে প্রচ- তাপপ্রবাহ। এ থেকে বাঁচতে এখন অধিকাংশ মেয়েরা পরছে ঢিলেঢালা ও স্লিভলেস পোশাক। ফলে ত্বক কালচে দেখাতে পারে।

এছাড়া ধুলোবালু জমে ময়লাও হয়ে যায়। এ থেকে মুক্তি পেতে অনেকেই  ফেসিয়াল, মেনিকিউর-পেডিকিউর করতে ভিড় করে বিউটি পার্লারে। কেউ আবার ঘরোয়াভাবেও করছে। আমরা জানি হাতের ত্বক ও নখকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য যতœ নেওয়ার পদ্ধতিকে মেনিকিউর বলে।

আর পায়ের যতœ নেওয়াকে বলে পেডিকিউর। যান্ত্রিক জীবনে সবাইকে কাজের মাধ্যমে দিন কাটাতে হয়। সেই ধকল গিয়ে পড়ে হাত-পায়ের ওপর। অথচ এর মাধ্যমেই মানুষের প্রথম সৌন্দর্য প্রকাশিত হয়। তাই হাতের যতেœ যারা মেনিকিউর করতে পার্লারে যান তাদের জানা প্রয়োজন সেখানে যে ধরনের উপকরণ ব্যবহার করা হয় তা সবার ক্ষেত্রে একই।

সব পার্লারে আবার এ যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্তও করা হয় না। যা থেকে ইনফেকশন হওয়ার ভয় থেকে যায়। তাই ঘরোয়া পদ্ধতিতেও আমরা যতœসহকারে মেনিকিউর ও পেডিকিউর করতে পারি।
মেনিকিউর করার ধাপসমূহ
মেনিকিউর করতে যে সব উপকরণ হাতের কাছে রাখতে হবে- নেইলকাটার, রিমোভার, শ্যাম্পু, লেবু, লবণ, গরম পানি, তোয়ালে, ময়েশ্চারাইজার বা লোশন। 
ক্স প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো নেইলকাটার দিয়ে হাতের নখগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। হাতে যদি নেইলপলিশ থাকে তাহলে রিমুভার দিয়ে তুলে ফেলতে হবে। হাতের কোনায় যে সকল ময়লা জমে, সেটা নেইলকাটার দিয়ে খুব সাবধানতার সঙ্গে তুলে ফেলতে হবে।
ক্স দ্বিতীয়ত, একটি বড় গামলা নিয়ে সেখানে হালকা উষ্ণ গরম পানি নিতে হবে। গরম পানির সঙ্গে এক চিমটি পরিমাণ লবণ ও মাঝারি সাইজের একটি লেবুর রস দিয়ে হাত দুটি ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিটের মতো। তারপরে কোন সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে মুছতে হবে।
ক্স তৃতীয়ত, আরেকটি গামলাতে দুই হাত ডুবিয়ে রাখা যায় এমন পানিতে অল্প পরিমাণ শ্যাম্পু দিয়ে গুলিয়ে তাতে হাতগুলো ভিজিয়ে রাখতে হবে। ১০ মিনিট রাখার পর হাত তুলে সুতির কাপড় বা তুলো দিয়ে নখগুলো পরিষ্কার করতে হবে। যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন ভালো মানের কোনো লোশন বা ময়েশ্চারাইজার হাতে লাগিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে মেনিকিউর করার পদ্ধতি। এতে হাত ও নখ অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় লাগে।  
পেডিকিউর করার সহজ উপায় 
সৌন্দর্যের এক গুরুত্বপূর্ণ অংশ পা। একটি মানুষের সৌন্দর্য ও পরিস্কার-পরিচ্ছন্নতার মাপকাঠি হিসেবে অনেকেই বেছে নেয় পা জোড়াকে। আর শরীরের মধ্যে সবচেয়ে বেশি নোংড়া হয় পা। বৃষ্টি-কাদা, রোদ-ধুলোবালি সবই যেন পায়ের সঙ্গি। এতে নখে অনেক সময়ই ইনফেকশন হয়ে যায়, গোড়ালি ফাটা, পায়ের নিচের চামড়া শক্ত হওয়া, জুতার মাধ্যমে পায়ে বিভিন্ন ডার্ক স্পট পরাসহ নানান ধরনের সমস্যা দেখা দেয়। তাই হাতের থেকে পায়ের যতœ অধিক প্রয়োজন।

বিউটিপার্লারে না গিয়েও কিভাবে পা জোড়াকে সুন্দর করা যায় তা জেনে নেওয়া যাক। ঘরে বসে পেডিকিউর করতে যেসব উপকরণ লাগবে- ১টি নেইলকাটার, অল্প পরিমাণ শ্যাম্পু, ১ টা জমানো পাথর,  ১ টা  রিমুভার, ২ চা চামচ লেবুর রস, লোশন বা ময়েশ্চারাইজার ক্রিম।
ক্স প্রথমত, পায়ের নখ পরিষ্কার করে নিতে হবে। নেইলকাটার দিয়ে কাটার সময় যাতে কোনো ইনফেকশন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একটি বড় গামলাতে হালকা উষ্ণ গরম পানি নিতে হবে যাতে পা ডোবানো যায়। তাতে অল্প পরিমাণে বা ছোট মিনি প্যাকেটের শ্যাম্পু মিশিয়ে নিতে হবে।

সামান্য লবণ দিতে পারেন। এরপর ১০ মিনিটের জন্য আপনার পা দুটি ডুবিয়ে রাখবেন। এরপরে পা তুলে নিয়ে জমানো পাথর দিয়ে পায়ের গোঁড়ালি ভালোভাবে ঘষে নিবেন। সুতি কাপড় দিয়ে পায়ের নখগুলো পরিষ্কার করে মুছবেন। এ ছাড়াও বাজারে পায়ের চামড়া পরিষ্কার করার কাঠি পাওয়া যায়, এগুলো দিয়েও পায়ের নিচের চামড়াগুলো পরিষ্কার করতে পারেন। এতে করে আপনার শক্ত হওয়া চামড়া নরম হয়ে যাবে।

ময়লা থাকলে সেগুলোও চলে যাবে। এরপরে একটি তোয়ালে দিয়ে পা ভালোভাবে মুছবেন। সবশেষে গ্লিসারিন বা লোশন পায়ে লাগিয়ে নিতে হবে। এভাবে খুব সহজে পেডিকিউর করে আপনার পা দুটিকে সুন্দর ও আকর্ষণীয় করা সম্ভব।

×