ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

অনলাইনে জমির খাজনা কীভাবে পরিশোধ করবেন?

প্রকাশিত: ১৬:৫৪, ৩০ এপ্রিল ২০২৫

অনলাইনে জমির খাজনা কীভাবে পরিশোধ করবেন?

ছবিঃ সংগৃহীত

বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশ সরকার ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনে চালু করেছে। এর মধ্যে অন্যতম সুবিধা হলো অনলাইনে জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধের ব্যবস্থা। এখন ঘরে বসেই সহজে জমির খাজনা দেওয়া যায়, যার ফলে সময় ও ঝামেলা দুই-ই কমে।

 

অনলাইনে খাজনা দেওয়ার কয়েকটি ধাপ রয়েছে। প্রথমেই ওয়েবসাইটে প্রবেশ করে, প্রথমে ভিজিট করুন: https://www.ldtax.gov.bd (ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেম)। তারপর নিবন্ধন/লগইন করুন। প্রথমবার ব্যবহার করলে নিবন্ধন (Register) করতে হবে। মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (NID), এবং জমির খতিয়ান/দাগ নম্বর অনুযায়ী তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। আর আগে নিবন্ধন করা থাকলে লগইন (Login) করুন।

এরপর জমির তথ্য সংযুক্ত করুন। নিজের জমির তথ্য (উপজেলা, মৌজা, খতিয়ান, দাগ নম্বর ইত্যাদি) দিয়ে জমি অ্যাড করতে হবে। তথ্য সঠিকভাবে মিললে জমিটি আপনার অ্যাকাউন্টে দেখাবে।

খাজনা নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে জমির পরিমাণ ও অবস্থার ভিত্তিতে খাজনা নির্ধারণ হবে। খাজনার পরিমাণ দেখে পেমেন্ট অপশনে ক্লিক করুন। বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক কার্ডের মাধ্যমে অনলাইনেই পরিশোধ করতে পারবেন।

পেমেন্ট সফল হলে আপনি ডাউনলোডযোগ্য রসিদ (চালান) পেয়ে যাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন।

অনলাইনে জমির খাজনা পরিশোধ পদ্ধতি সহজ, আধুনিক এবং সময় সাশ্রয়ী। সকল ভূমি মালিকের উচিত নিজ নিজ জমির খাজনা নিয়মিতভাবে পরিশোধ করা, এবং এখন তা ঘরে বসেই করতে পারার সুবিধা গ্রহণ করা।

সূত্রঃ https://www.facebook.com/reel/1198684218573883

আরশি

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার