
ফাইল ছবি
চাঁদাবাজি ও প্রতারণার মামলায় গ্রেফতার হওয়া মডেল মেঘনা আলম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হয়ে আসেন। কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে মেঘনা আলমকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১০ এপ্রিল রাতে আদালত তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে তাকে আটক করা হলেও কোন নির্দিষ্ট অভিযোগ প্রকাশ না করায় ঘটনার পরপরই সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে ১৫ এপ্রিল চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় মেঘনা আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় তার পূর্বপরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমিরকেও আসামি করা হয়। অভিযোগে বলা হয়, এক কূটনীতিকের কাছ থেকে ৫০ লাখ ডলার চাঁদা দাবি করেন তারা। এ ঘটনায় আরও অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। ১৭ এপ্রিল মামলাটিতে মেঘনা আলমকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত।
এরপর সোমবার মেঘনা আলমের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট (এসিএমএম) মো. সানাউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।
এসএফ