ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

হঠাৎ স্বামী মারা গেলে তার সম্পত্তির কতভাগ স্ত্রী পাবে?

প্রকাশিত: ০১:২২, ২৯ এপ্রিল ২০২৫

হঠাৎ স্বামী মারা গেলে তার সম্পত্তির কতভাগ স্ত্রী পাবে?

ছবিঃ সংগৃহীত

স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার সম্পত্তিতে নির্দিষ্ট অংশের অধিকারী হন। এই হিসাব মূলত বাংলাদেশের প্রচলিত আইনে এবং মুসলিম ব্যক্তিগত (পারিবারিক) আইনে নির্ধারিত। এখানে মুসলিম উত্তরাধিকার আইনের আলোকে বিষয়টি ব্যাখ্যা করা হলো।

স্বামী যদি সন্তান (ছেলে বা মেয়ে) রেখে যান, তাহলে স্ত্রী পাবেন স্বামীর সম্পত্তির ১/৮ অংশ। আর স্বামী যদি কোনো সন্তান রেখে না যান, তাহলে স্ত্রী পাবেন স্বামীর সম্পত্তির ১/৪ অংশ। অর্থাৎ যদি স্বামীর মৃত্যুর সময় সন্তান থাকে স্ত্রী পাবেন ১২.৫% (১/৮)। যদি কোনো সন্তান না থাকে, স্ত্রী পাবেন ২৫% (১/৪)।

তবে যদি স্বামীর আরও উত্তরাধিকারী (যেমন বাবা-মা, ভাই-বোন) থাকেন, তাহলে বাকি সম্পত্তি তাদের মধ্যে ইসলামী উত্তরাধিকার আইনের নিয়ম অনুযায়ী বণ্টিত হবে। স্ত্রীর প্রাপ্য অংশ আগে বুঝিয়ে দেওয়া হয়, এরপর বাকি সম্পত্তি অন্যান্য উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়।

কোনো বিশেষ পরিস্থিতিতে (যেমন ওসিয়ত, দেনা-পাওনা ইত্যাদি) সম্পত্তি বণ্টনের আগে সেইসব বিষয় নিষ্পত্তি করা আবশ্যক। যদি স্বামী কোনো রেজিস্ট্রিকৃত উইল (ইচ্ছাপত্র) করে যান, তাহলে উইলের ভিত্তিতেও সম্পত্তি বণ্টন হতে পারে, তবে তা সর্বোচ্চ এক-তৃতীয়াংশ পর্যন্ত কার্যকর হয়।

সূত্রঃ https://www.facebook.com/reel/655562506985805

আরশি

×