
ছবিঃ সংগৃহীত
পিতা-মাতার মূল দায়িত্ব হলো সন্তানের শারীরিক, মানসিক ও আর্থিক বিকাশের নিশ্চয়তা দেওয়া। কিন্তু যখন কোনো পিতা নিজের সন্তানের দায়িত্ব এড়িয়ে যান, তখন প্রশ্ন ওঠে— এই দায়িত্ব কাদের উপর বর্তায়?
অনেকেই মনে করেন, পিতা দায়িত্ব না নিলে, শিশুর দায়িত্ব সাধারণত মায়ের কাঁধে এসে পড়ে। তখন মা একাই সন্তানের শিক্ষা, ভরণপোষণ ও মানসিক বিকাশের দায়িত্ব পালন করেন। এছাড়া অনেক সময় একক মাকে সাহায্য করার জন্য পরিবার — বিশেষ করে দাদা-দাদি, নানা-নানী বা ভাইবোনেরা এগিয়ে আসেন। একক মাতৃত্বে পরিবার এবং সমাজের সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।
তবে কানুন অনুযায়ী, সন্তানের ভরণপোষণের দায়িত্ব বাবা-মায়ের দুজনেরই। যদি পিতা দায়িত্ব এড়িয়ে যান, তাহলে মা আদালতের মাধ্যমে সন্তানের ভরণপোষণের দাবি করতে পারেন। পিতার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো বৈধ অধিকার নেই। এক্ষেত্রে কোর্টে পিটশন করা যেতে পারে। এতে করে পিতা তার সন্তানের দায়িত্ব নিতে সম্পূর্ণ বাধ্য থাকবে।
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=457820073358823
আরশি