ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

স্ত্রী মিথ্যা মামলা করলে করণীয় কী?

প্রকাশিত: ২০:৫৪, ২৮ এপ্রিল ২০২৫

স্ত্রী মিথ্যা মামলা করলে করণীয় কী?

ছবিঃ সংগৃহীত

বর্তমান সময়ে পারিবারিক কলহের কারণে অনেক সময় স্ত্রীর পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। এমন পরিস্থিতিতে স্বামী বা তার পরিবারকে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হয়। আইনের পথ মেনে চলাই এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মিথ্যা মামলা হলে শুরুতেই আইনজীবীর পরামর্শ নিতে হবে। মামলার কাগজপত্র ভালোভাবে বুঝে একজন দক্ষ আইনজীবীর সহায়তা নিন। উত্তেজিত বা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

যদি মামলা গ্রেপ্তারযোগ্য হয়, তবে দ্রুত জামিনের জন্য আবেদন করুন। জামিন পেলে মামলা পরিচালনায় সহজতা আসবে। এছাড়া নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সব ধরনের প্রমাণ যেমন কল রেকর্ড, মেসেজ, ভিডিও ফুটেজ, সাক্ষ্য ইত্যাদি সংগ্রহ করুন। এগুলো মামলায় আপনাকে সহায়তা করবে।
তাছাড়া মিথ্যা মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করতে পারেন। প্রয়োজনে IPC 211 ধারায় মিথ্যা মামলার অভিযোগে স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে পাল্টা মামলা করা যেতে পারে। পাশাপাশি হাই কোর্টে মামলা বাতিলের আবেদন করা যেতে পারে। যদি প্রমাণ থাকে যে মামলা ভিত্তিহীন বা হয়রানিমূলক, তাহলে হাই কোর্টে মামলা খারিজের (quashing) আবেদন করা যায়। তবে অনেক সময় পরিবার বা উভয় পক্ষের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা সম্ভব হয়। তবে এটি একান্তই স্বেচ্ছায় ও সম্মানের ভিত্তিতে হওয়া উচিত।

সূত্রঃ https://www.facebook.com/share/v/16Dwbd5bm1/

 

আরশি

×