ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

ডিভোর্সের পর সাবেক স্ত্রীকে আবার বিয়ে করলে কাবিনের টাকা দিতে হবে কি?

প্রকাশিত: ২০:৩৩, ২৮ এপ্রিল ২০২৫

ডিভোর্সের পর সাবেক স্ত্রীকে আবার বিয়ে করলে কাবিনের টাকা দিতে হবে কি?

ছবিঃ সংগৃহীত

ডিভোর্সের পর যদি কোনো ব্যক্তি তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করতে চান, তাহলে নতুন করে কাবিন নির্ধারণ করা বাধ্যতামূলক। কারণ, ইসলামী বিধান অনুযায়ী, বিয়ে একটি নতুন চুক্তি। ডিভোর্সের মাধ্যমে আগের চুক্তি বাতিল হয়ে যায়। তাই আবার বিয়ের ইচ্ছে হলে পুরনো কাবিন আর প্রযোজ্য থাকে না, বরং নতুন কাবিন নির্ধারণ ও পরিশোধ করতে হবে।

কাবিন হলো স্ত্রীর অধিকার এবং সম্মানের প্রতীক। এটি স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত একটি অর্থ বা সম্পদ, যা বিয়ের সময় নির্ধারিত হয়। তাই পুনরায় বিয়ে করতে হলে, নতুন কাবিন নির্ধারণ করতে হবে। পাশাপাশি উভয়ের সম্মতি থাকতে হবে। প্রয়োজনীয় সাক্ষী থাকতে হবে। এমনকি নতুন করে আকদ (বিয়ের চুক্তি) সম্পন্ন করতে হবে।
কাবিনের পরিমাণ কম বা বেশি হতে পারে, এটি উভয়ের আলোচনায় নির্ধারিত হয়। তবে স্ত্রীর সম্মানের কথা বিবেচনায় রেখে যথাযথ কাবিন নির্ধারণ করা উত্তম।

সূত্রঃ https://www.facebook.com/reel/2041228319695597
 

আরশি

×