ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বাবা-মা যদি তাদের সব সম্পত্তি এক সন্তানের নামে উইল করে দিয়ে যায় তাহলে বাকি সন্তানদের করণীয় কী?

প্রকাশিত: ১৬:০৮, ২৬ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০৮, ২৬ এপ্রিল ২০২৫

বাবা-মা যদি তাদের সব সম্পত্তি এক সন্তানের নামে উইল করে দিয়ে যায় তাহলে বাকি সন্তানদের করণীয় কী?

ছবিঃ সংগৃহীত

অনেক সময় বাবা-মা তাদের জীবদ্দশায় উইল করে সম্পত্তি শুধুমাত্র এক সন্তানের নামে রেখে যান। এমন পরিস্থিতিতে অন্য ভাইবোনদের করণীয় ও অধিকার কী সেটাই জানা যাব্র নিচের আলোচনায়।

প্রথমেই উইলের বৈধতা যাচাই করতে পারেন। প্রথমে আদালতে বা নোটারি পাবলিক অফিসে উইল যাচাই করতে হবে। যদি উইল আইনসম্মত হয়, তবে সেটি মান্য হবে।

এক্ষেত্রে বঞ্চিত ভাইবোনের করণীয় হলো, যদি অন্য ভাইবোন মনে করেন যে উইলটি চাপ বা প্রতারণার মাধ্যমে করা হয়েছে, তারা আদালতে উইল বাতিলের মামলা করতে পারেন। তবে সঠিক প্রমাণ থাকতে হবে। আর যদি প্রমাণ করা যায়, উইলের সময়ে বাবা-মা মানসিক বা শারীরিকভাবে সুস্থ ছিলেন না অথবা চাপ প্রয়োগে করতে বাধ্য হয়েছেন, তাহলে উইল বাতিল হয়ে যাবে। অন্যথায় কিছুই করা সম্ভব না।

এক্ষেত্রে উইল অনুযায়ী প্রাপকের করণীয় হলো উইলে সব সম্পত্তি যে পেয়েছে, সে যদি চাই, নিজের ইচ্ছায় ভাইবোনদের মধ্যে সম্পত্তির ভাগ বণ্টন করতে পারে। এর জন্য হিবাবিল ইওজুদ (স্বেচ্ছা দান) বা দানপত্র রেজিস্ট্রি করে দিতে হবে।

আর যদি সে না চায় অন্যদিকে ভাইবোনরা চাপ দেয়, তবে আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা নেই যে, প্রাপক সন্তানকে দিতে হবে। তবে পারিবারিক শান্তি ও ন্যায়বোধের জন্য সমঝোতা করা যেতে পারে।

সূত্রঃ https://www.facebook.com/share/v/1EoreSnwxM/

আরশি

×