ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

জামিনের পরও গ্রেফতার হচ্ছেন? গ্রেফতার এড়াতে জেনে রাখুন এই তথ্যগুলো

প্রকাশিত: ০১:৫০, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:৫০, ২৫ এপ্রিল ২০২৫

জামিনের পরও গ্রেফতার হচ্ছেন? গ্রেফতার এড়াতে জেনে রাখুন এই তথ্যগুলো

ছবি: প্রতিকী

একজন অভিযুক্ত আদালতে আত্মসমর্পণ করে নিয়মমাফিক জামিন পেয়েছেন, জেল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। কিন্তু গভীর রাতে হঠাৎ করেই পুলিশ এসে তাকে আবারও গ্রেফতার করে নিয়ে যায়—কারণ, তিনি প্রমাণ করতে পারেননি যে তিনি জামিনে রয়েছেন।

এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও একেবারেই অস্বাভাবিক নয়। অনেকেই জানেন না, জামিনের পর একটি গুরুত্বপূর্ণ কাগজ থাকে যেটাকে বলা হয় "রিকল ওয়ারেন্ট" বা "পরওয়ানা ফেরত" কাগজ। এই কাগজটি আদালত থেকে পুলিশকে জানিয়ে দেয় যে আসামির বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানাটি আর বলবৎ নেই। আর এ কাগজটি সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে জামিনপ্রাপ্ত আসামির কাছে পৌঁছে দেওয়া উচিত।

কিন্তু যখন এই কাগজটি আসামির হাতে পৌঁছে না, কিংবা তিনি সেটি বাসায় না রেখেই অবস্থান করেন—তখন আইনশৃঙ্খলা বাহিনী পুরনো পরোয়ানার ভিত্তিতে তাকে আবার গ্রেফতার করতে পারে। পুলিশের দৃষ্টিতে তখনও তিনি পলাতক অথবা গ্রেফতারযোগ্য।

এ অবস্থায় গ্রেফতার এড়াতে হলে জামিনপ্রাপ্তির সঙ্গে সঙ্গেই রিকল বা পরওয়ানা ফেরতের কপি সঙ্গে রাখা আবশ্যক। এটি আইনজীবীর কাছ থেকে সংগ্রহ করতে হবে এবং পুলিশের সামনে প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে।

এই ভুলের দায় পুলিশের নয়—বরং এটি আসামি ও তার আইনি প্রতিনিধির দায়িত্ব। কিন্তু সমাজের বাস্তবতায়, পুলিশের হঠাৎ অভিযান মা, স্ত্রী, ভাই-বোনদের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। অথচ একটি কাগজ—একটি প্রমাণ—এই উত্তেজনা এড়াতে পারতো।

এই ঘটনা আমাদের শেখায়—আইনজীবীর সঙ্গে যোগাযোগ ও মামলার নথিপত্র সম্পর্কে সচেতনতা থাকাটা শুধু অধিকার নয়, নিরাপত্তার অংশ।

 

সূত্র: https://www.facebook.com/share/r/16J2f8E54P/

রবিউল হাসান

×