
ছবি: সংগৃহীত
বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মডেল মেঘনা আলমের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান জামিন শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিতে মেঘনার পক্ষে আইনজীবীরা দাবি করেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলা করা হয়েছে।
তবে জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আবুল বাশার আদালতে এ বিষয়ে প্রতিবেদন দেন।
মেঘনা আলম ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। তিনি মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও পরিচিত।
গত ৯ এপ্রিল রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন বিচারক। পরে ১৭ এপ্রিল ‘হানি ট্র্যাপিং’-এর অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, মেঘনা আলম, তার সহযোগী দেওয়ান সমির এবং আরও দুই-তিনজন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গঠন করে। তারা সুন্দরী নারীদের ব্যবহার করে বিদেশি কূটনীতিক ও দেশের ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় করতেন।
এসএফ