
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক এক ভিডিও বার্তায় ব্যারিস্টার লিমা আঞ্জুমান ওয়ারেন্ট ছাড়া পুলিশের গ্রেফতার বিষয়ে জনসচেতনতামূলক তথ্য তুলে ধরেছেন। তিনি বলেন, অনেকেই এখনো জানেন না, কোন কোন পরিস্থিতিতে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারে।
ব্যারিস্টার লিমা বলেন, ‘আমরা সাধারণভাবে জানি, পুলিশ কাউকে গ্রেফতার করতে এলে তাদের কাছে ওয়ারেন্ট থাকা উচিত। তবে কিছু নির্দিষ্ট অবস্থায় আইন অনুযায়ী ওয়ারেন্ট ছাড়াও পুলিশ গ্রেফতার করতে পারে এবং এই বিষয়গুলো আইনেই স্পষ্টভাবে উল্লেখ আছে।’
তিনি জানান, যদি কোনো ব্যক্তি গুরুতর ও জামিন অযোগ্য অপরাধে অভিযুক্ত হন—যেমন হত্যা, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ইত্যাদি, তাহলে পুলিশ সন্দেহের ভিত্তিতেই ওয়ারেন্ট ছাড়া তাকে গ্রেফতার করতে পারে। এই ধরনের মামলায় গ্রেফতার ব্যক্তির কাছ থেকে অপরাধ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা থাকলে, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।
‘তবে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যাবে না তখন, যদি অপরাধটি জামিনযোগ্য হয় এবং আদালতে উপস্থিত হলে জামিন পাওয়ার সুযোগ থাকে’, যোগ করেন ব্যারিস্টার লিমা।
আরও কিছু বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি। উদাহরণস্বরূপ, যদি পুলিশের কাছে তথ্য থাকে যে, কোনো ব্যক্তির বাসায় বিস্ফোরক দ্রব্য বা আগ্নেয়াস্ত্র আছে, তখন পুলিশ তল্লাশি চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার এবং উদ্ধারকৃত বস্তু জব্দ করতে পারে। এমনকি কোনো সশস্ত্র বাহিনীর সদস্য অনুমতি ছাড়া বাসায় ফিরে এসে দায়িত্বে অনুপস্থিত থাকলে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করাতে পারেন।
ব্যারিস্টার লিমা মনে করেন, এই আইনি বিষয়গুলো সম্পর্কে আমাদের সবারই সচেতন থাকা উচিত, যেন আমরা নিজেদের অধিকার এবং পুলিশের ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে পারি।
সূত্র: https://www.facebook.com/watch/?v=746667077681064&rdid=WydqliYH58b6Q52B
রাকিব