ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

স্ত্রী যদি বাবার বাড়ি গিয়ে আর স্বামীর বাড়ি ফিরতে না চান, তাহলে আপনার করণীয় কী?

প্রকাশিত: ০৪:৩১, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:৩২, ২৪ এপ্রিল ২০২৫

স্ত্রী যদি বাবার বাড়ি গিয়ে আর স্বামীর বাড়ি ফিরতে না চান, তাহলে আপনার করণীয় কী?

ছবিঃ সংগৃহীত

বর্তমান সময়ে দাম্পত্য জীবনে নানা টানাপড়েন ও মতবিরোধ নতুন কিছু নয়। স্বামী-স্ত্রীর মধ্যে হালকা ঝগড়া বা মনোমালিন্যের জেরে অনেক সময় দেখা যায়, স্ত্রী অভিমান করে বা রাগ করে তার বাবার বাড়িতে চলে যান। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন স্ত্রী দিনের পর দিন ফিরে না এসে “আজ আসব, কাল আসব” বলে সময়ক্ষেপণ করতে থাকেন। কখনো কখনো বিষয়টি আরও জটিল আকার ধারণ করে—স্ত্রী হুমকি দিতে থাকেন যৌতুক বা নারী ও শিশু নির্যাতনের মামলা করার। এই অবস্থায় স্বামীর কী করণীয়?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তিনটি গুরুত্বপূর্ণ করণীয় সামনে আসে:

প্রথমত: থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা

স্ত্রী বাড়ি ছেড়ে যাওয়ার পরপরই স্বামীকে উচিত নিকটস্থ থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা। জিডিতে উল্লেখ করতে হবে—স্ত্রী কত তারিখে, কী পরিস্থিতিতে বাড়ি ছেড়েছেন এবং এখনও ফিরছেন না। এটি ভবিষ্যতে যদি কোনো আইনি জটিলতা তৈরি হয়, সেখানে স্বামীর পক্ষে শক্ত প্রমাণ হিসেবে কাজ করবে।

দ্বিতীয়ত: পারিবারিক সালিশ আয়োজন

সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য পারিবারিকভাবে আলোচনা বা সালিশি বৈঠকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি, চেয়ারম্যান বা মেম্বারদের মাধ্যমে দুই পক্ষকে একত্র করে বোঝাপড়ার চেষ্টা করা কার্যকর হতে পারে। অনেক সময় আইনের বাইরে সামাজিকভাবে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়ে যায়।

তৃতীয়ত: আদালতে পারিবারিক সম্পর্ক পুনরুদ্ধারের মামলা

যদি স্ত্রীর সঙ্গে আলোচনা ব্যর্থ হয় বা তিনি একেবারেই ফিরতে না চান, তবে স্বামী চাইলে আদালতের শরণাপন্ন হতে পারেন। পারিবারিক আদালতে ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ অর্থাৎ দাম্পত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার মামলা করতে পারেন। এতে আদালত বিষয়টি মূল্যায়ন করে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন।

সতর্কতা: চুপচাপ বসে না থাকা

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—স্বামী যেন কোনোভাবেই চুপচাপ বসে না থাকেন। কারণ, স্ত্রী যদি পরবর্তীতে মিথ্যা মামলা করে বসেন, এবং স্বামী যদি আগে থেকে কোনো আইনি পদক্ষেপ না নিয়ে থাকেন, তাহলে তার পক্ষে নিজেকে নির্দোষ প্রমাণ করা কঠিন হয়ে যেতে পারে।

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=967818131538127&rdid=AmwBb9x7gVpGj3n8

ইমরান

×