ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মামলা চলাকালীন বাদী বা বিবাদী মৃত্যুবরণ করলে কী হয়? জানালেন আইনজীবী

প্রকাশিত: ১৭:৫১, ২৩ এপ্রিল ২০২৫

মামলা চলাকালীন বাদী বা বিবাদী মৃত্যুবরণ করলে কী হয়? জানালেন আইনজীবী

ছবি সংগৃহীত

অনেক সময় দীর্ঘদিন ধরে চলমান একটি মামলার বাদী বা বিবাদী মারা যান। এতে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট পরিবার বা পক্ষের মনে প্রশ্ন জাগে, এখন মামলার ভবিষ্যত কী? এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন আইনজীবী লিমা আনজুম।

তিনি বলেন, মামলার প্রকৃতি অনুযায়ী বিষয়টি ভিন্ন হয়ে থাকে। সাধারণত মামলা দুই ধরনের-সিভিল মামলা (যেমন: জমিজমা, জায়গা-সম্পত্তি) এবং ক্রিমিনাল মামলা (যেমন: অপরাধমূলক কার্যক্রম সম্পর্কিত)।

সিভিল মামলা: যদি সিভিল মামলার কোনো পক্ষ, অর্থাৎ বাদী বা বিবাদী মারা যান, তবে তার উত্তরাধিকারীরা মামলার পক্ষ হিসেবে কায়মোকাম হতে পারেন। এজন্য কোর্টে যথাযথভাবে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিশান সনদ জমা দিতে হয়। এরপর মামলাটি পূর্বের অবস্থান থেকেই চলমান থাকে।

ক্রিমিনাল মামলা: অন্যদিকে, যদি ক্রিমিনাল মামলায় আসামি বা বিবাদী মারা যান, তাহলে আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে তার নাম মামলার তালিকা থেকে বাদ পড়ে যায়। মামলাটি সেই ব্যক্তির বিরুদ্ধে আর চলবে না।

আশিক

×