ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ক্রিমিনাল মামলা হওয়ার পরে করনীয় কী?

প্রকাশিত: ২০:৫৩, ২২ এপ্রিল ২০২৫

ক্রিমিনাল মামলা হওয়ার পরে করনীয় কী?

ছবিঃ সংগৃহীত

একটা ক্রিমিনাল (অপরাধমূলক) মামলা দায়ের হওয়ার পরে আপনার কিছু গুরুত্বপূর্ণ করণীয় থাকে, যাতে আপনি আইনি প্রক্রিয়ায় সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন এবং নিজের অধিকার রক্ষা করতে পারেন।

তবে অনেকেই ক্রিমিনাল মামলা হলে, দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এতে করে আদালত ধরে নেয় যে আপনি আসলেই অপরাধী। এ কারণে দেশে ফেরার সাথে সাথে আদালত জেল, জরিমানার সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। অনেক সময় অ্যারেস্ট করার আদেশও আসতে পারে।

তাই ক্রিমিনাল মামলা হওয়ার পরে সবার আগে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। দ্রুত একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবীর পরামর্শ নিন। তিনি আপনার বিরুদ্ধে আনীত অভিযোগ বুঝতে ও আইনি প্রতিরক্ষা গঠনে সাহায্য করবেন।

এরপর যদি আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় বা পুলিশ আপনাকে আটক করে, তাহলে জামিন আবেদন করতে হবে। জামিনের ব্যবস্থা করুন (যদি প্রযোজ্য হয়)। কোনো তথ্য গোপন বা মিথ্যা বলবেন না। পুলিশ বা আদালতের কাছে তথ্য দেওয়ার সময় সততা বজায় রাখুন।

প্রয়োজনীয় সব ডকুমেন্ট সংরক্ষণ করুন, যেকোনো নোটিশ, আদালতের সমন, এফআইআরের কপি, জামিননামা- সব কিছু ভালোভাবে জমিয়ে রাখুন।

এক্ষেত্রে নিয়মিত আদালতে হাজিরা দিন ও আদালতের নির্ধারিত তারিখে অবশ্যই উপস্থিত থাকতে হবে। হাজিরা এড়িয়ে গেলে জামিন বাতিল হয়ে যেতে পারে, এমনকি নতুন গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে।

এছাড়া মন্তব্য দেওয়া থেকে বিরত থাকুন। মামলার বিষয়ে সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্ল্যাটফর্মে কিছু না বলা ভালো। কারণ আপনার বলা কিছু আদালতে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।

এর পাশাপাশি সাক্ষী ও প্রমাণ সংরক্ষণ করুন। যদি আপনার পক্ষে কোনো সাক্ষী থাকে বা নির্দোষ প্রমাণ থাকে, সেগুলো আইনজীবীর মাধ্যমে প্রস্তুত করুন।

একটা ক্রিমিনাল মামলা মানেই আপনি অপরাধী, তা নয়। কিন্তু নিজেকে রক্ষা করতে হলে আইনি প্রক্রিয়ায় সচেতন ও দায়িত্বশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ।

সূত্রঃ https://www.facebook.com/share/r/168FcxEgwa/

আরশি

×