
ব্যারিষ্টার লিমা আঞ্জুমান।
বিভিন্ন ছোট-বড় সমস্যা যেমন এলাকাভিত্তিক কোন্দল, দাম্পত্য জীবনে ঝামেলা, অথবা কোনো রকম হুমকির সম্মুখীন হলে মামলা করতে বা অভিযোগ দায়ের করতে কোর্টে যাওয়া উচিৎ নাকি থানায়? এ বিষয়ে সংশয়ে ভোগেন প্রায় সব ভুক্তভোগীরাই। এই সমস্যাটিরই সমাধান দিয়েছেন ব্যারিষ্টার লিমা আঞ্জুমান।
কোর্টে যাবো নাকি থানায়?
যদি এমন হয় যে আপনাকে কেউ হুমকি দিচ্ছে, বা আপনাকে কেউ মারতে আসলো, হঠাৎ করে আপনার এলাকায় কোনো একটা ঝামেলা হলো, তাহলে আপনাকে সরাসরি থানায় যেতে হবে।
যদি ব্যাপারটা এমন হয় যে সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা, এক্ষেত্রে ভাগ-বাঁটোয়ারার ব্যাপার আসতে পারে বা হতে পারে আপনার চাকরিতে কোনো সমস্যা, অথবা স্বামী-স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার বাচ্চা কোথায় থাকবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, অথবা এমনও হতে পারে যে আপনার সহধর্মী/সহধর্মীনী আপনার নামে একটা মিথ্যা মামলা করলো, সেটা সিভিল নেচার বা ক্রিমিনাল নেচার উভয়ই হতে পারে, এসব বিষয়গুলো সরাসরি কোর্টে চলে যাবে। এসব বিষয় নিয়ে যদি থানায় যান তাহলে একটা অভিযোগ দায়ের করতে পারবেন শুধু। মামলায় যে সুযোগ-সুবিধা আপনি পাবেন, সেটা থানা থেকে পাবেন না।
আবার যদি এমন হয় যে আপনার এলাকাঘটিত কোনো সমস্যা, যেমন প্রতিবেশির সাথে কোন্দল, অথবা আপনার রাস্তায় চলা নিয়ে সমস্যা, সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে কোর্টে চলে যাবেন না। এক্ষেত্রে আপনার এলাকায় যে থানা সেই থানায় অভিযোগ দিতে হবে।
মুমু