
ছবি সংগৃহীত
বর্তমানে মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকার বা ব্যাংক সংক্রান্ত যে কোনো দাবির ক্ষেত্রে অনলাইন মৃত্যু সনদ আবশ্যিক হয়ে উঠেছে। তবে মৃত্যু সনদ এলাকার পৌরসভা বা সিটি করপোরেশন ও হাসপাতাল থেকে সংগ্রহ করা যায়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার লিমা আনজুমান এ বিষয়ে বলেন, “আগে মানুষ মৃত্যু সনদকে তেমন গুরুত্ব দিত না। কিন্তু এখন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উত্তরাধিকারসূত্রে সম্পত্তি দাবি করতে গেলে অনলাইনে রেজিস্ট্রার করা মৃত্যু সনদ বাধ্যতামূলক।”
তিনি আরও জানান, অনেকেই জানতে চান, এই অনলাইন সনদ কি বারবার নেওয়া যায়? উত্তরে তিনি বলেন, “না, একবারই অনলাইন সনদ সংগ্রহ করা সম্ভব। তবে মূল সনদের ফটোকপি বিভিন্ন জায়গায়, যেমন ব্যাংক, ভূমি অফিস বা কোর্টে ব্যবহার করা যাবে।”
এছাড়াও মৃত্যু সনদ সম্পত্তির উত্তরাধিকার দাবিতে, বীমা ক্লেইমে, নাম কাটা বা হালনাগাদে, পেনশন ও আর্থিক সুবিধা তোলার ক্ষেত্রে কাজে লাগে।
আশিক