ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কোন মামলা থাকলে বিদেশে যেতে পারবেন না? এর সমাধান কী?

প্রকাশিত: ২১:৩৯, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৪৩, ২১ এপ্রিল ২০২৫

কোন মামলা থাকলে বিদেশে যেতে পারবেন না? এর সমাধান কী?

ছবি: সংগৃহীত।

বিদেশে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ, টিকিট কাটা, ব্যাগ গুছানো—ঠিক এমন সময় এয়ারপোর্ট ইমিগ্রেশনে জানানো হলো, “আপনার বিদেশ যাত্রা নিষিদ্ধ।” কারণ? আপনার নামে একটি মামলা রয়েছে! বাংলাদেশে অনেকেই জানেন না যে, কোন ধরণের মামলা বিদেশ যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারে। ফলে অনেক সময় অপ্রত্যাশিত সমস্যায় পড়তে হয়। চলুন জেনে নিই, কী ধরণের মামলায় বিদেশ যাত্রা সীমিত বা নিষিদ্ধ হতে পারে এবং এর আইনি ভিত্তি কী।

কোন ধরণের মামলা বিদেশ যাত্রায় বাধা হতে পারে?
১. ফৌজদারি মামলা
যদি আপনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা হয়—যেমন হত্যা, ডাকাতি, মাদক, অস্ত্র বা দুর্নীতির অভিযোগ—তাহলে আদালত আপনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করতে পারে। পুলিশ বা সংশ্লিষ্ট তদন্ত সংস্থা আদালতের কাছে আবেদন করলে, আদালত এ ধরনের আদেশ দিতে পারে।

২. গ্রেপ্তারি পরোয়ানা থাকলে:
আপনার নামে যদি কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকে, তবে ইমিগ্রেশনে ধরা পড়ার ঝুঁকি থাকে। অনেক সময় ইমিগ্রেশন পুলিশ নিজেরাও “রেড অ্যালার্ট” তালিকা অনুযায়ী সন্দেহভাজনদের আটকে দিতে পারে।

৩. হাই কোর্টের নিষেধাজ্ঞা:
উচ্চ আদালত অনেক সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে এক্সিট কন্ট্রোল আদেশ (ECO) বা “বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা” দিতে পারে। সাধারণত দুর্নীতিবিরোধী মামলায় এটি বেশি দেখা যায়।

৪. ওয়ারেন্ট ছাড়া মামলার প্রভাব:
অনেকেই মনে করেন, কেবল ওয়ারেন্ট থাকলেই বিদেশ যাত্রায় সমস্যা হয়। কিন্তু কোনো মামলায় “নন-বেইলেবল অফেন্স” থাকলে, তদন্ত চলাকালীন সময়েও পুলিশ বা আদালতের সুপারিশে বিদেশ যাত্রা ঠেকিয়ে দেওয়া হতে পারে।

আইনি দৃষ্টিকোণ থেকে কীভাবে নিয়ন্ত্রণ হয়?
পাসপোর্ট আইন, ১৯৭৩ অনুযায়ী, সরকার বা আদালত কেউ যদি মনে করে কোনো ব্যক্তি দেশের স্বার্থের পরিপন্থী, কিংবা আইন লঙ্ঘনকারী, তাহলে তার বিদেশ গমন ঠেকাতে পারে।

এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারেন না।

কিভাবে জানবেন আপনি বিদেশযাত্রায় বাধার সম্মুখীন কিনা?
১. আপনার নামে কোনো মামলা চলছে কি না, তা নিয়মিত চেক করা গুরুত্বপূর্ণ।
২. পাসপোর্ট রিনিউ বা ভিসা আবেদনকালে পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টে কোনো সমস্যা থাকলে তা খতিয়ে দেখুন।
৩. আপনি যদি কোনো মামলায় জামিনে থাকেন, তবে আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না।

সমাধান কী?

  • আপনার নামে মামলা থাকলে আদালতের অনুমতি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করুন।
  • প্রয়োজনে একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন।
  • পুলিশের নিকট থেকে ক্লিয়ারেন্স নিতে হলে আগেভাগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন।


বাংলাদেশে মামলার কারণে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা খুবই বাস্তব একটি বিষয়। এটি শুধু আপনার ভ্রমণই নয়, প্রবাসে কর্মসংস্থান বা শিক্ষার সুযোগকেও বাধাগ্রস্ত করতে পারে। তাই বিদেশ যাওয়ার পরিকল্পনার আগে আইনি দিকগুলো ভালোভাবে জেনে ও বুঝে নেওয়া জরুরি।

নুসরাত

×