
ছবি: সংগৃহীত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার তিনজনকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতারের পর বনানী থানা পুলিশ তাদের আদালতে হাজির করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
গ্রেফতার তিনজন হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তাদের ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে। এছাড়াও, মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামিকে তারা মোবাইল ফোনে ডেকে আনার বিষয়টিও নিশ্চিত হয়েছে।
বনানী থানা সূত্রে জানা যায়, তিনজনই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন। তাদের মধ্যে কামাল থাকেন বিটিসিএল কলোনিতে; তার গ্রামের বাড়ি খুলনার তেরখাদার বিলদুড়িয়া শেখপাড়া এলাকায়। জুনায়েদ বনানীর মসজিদ গলির বাসিন্দা; তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে। আর সানি থাকেন মহাখালী ওয়ারলেস গেট এলাকায়; তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীতে।
প্রসঙ্গত, শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরপরই পারভেজকে ৩০-৪০ জন যুবক ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে রাত ১০টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাইচান গ্রামে পারভেজকে দাফন করা হয়।
এসএফ