ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নিখোঁজ ব্যক্তির সম্পদের কি হবে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৬, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:০৯, ২১ এপ্রিল ২০২৫

নিখোঁজ ব্যক্তির সম্পদের কি হবে!

ছবি: সংগৃহীত

 

যদি কোনও ব্যক্তি অনেক দিন ধরে নিখোঁজ থাকে বা তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া না যায়, সে কোথায় থাকে তার পরিবারের বা অন্য কেউ না জানে এ অবস্থায় তার সম্পদ থাকলে তা বণ্টন কিভাবে হবে। আর কতদিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করা সম্ভব। এই বিষয়টি আমাদের আইনে স্পষ্ট করে বলা আছে। 

কেউ যদি নিখোঁজ ব্যক্তির সম্পদের উত্তরাধিকার দাবি করে তাহলে তাকে সাক্ষ্য আইনের ১০৮ নম্বর ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি সাত বছরের বেশি সময় ধরে নিখোঁজ রয়েছে, এ বিষয়টি প্রমাণ করতে হবে। যদি সে ব্যক্তি এ বিষয়টি প্রমাণ করতে পারে তাহলে তাকে (নিখোঁজ ব্যক্তি) মৃত বিবেচনা করে তার সম্পদ ইসলামি নিয়ম অনুযায়ী তার উত্তরাধিকারীদের মাঝে বণ্টন করা হবে। 

যদি সে বিবাহিত হয়, তার স্ত্রী-সন্তান থাকে তাহলে তাদের অংশ তারা পাবে। আর যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে মৃত হিসেবে ধরে সম্পত্তি তার অন্যান্য ভাই-বোন বা উত্তরাধিকারীদের মাঝে বণ্টন করা হবে। 

আবুবকর

সম্পর্কিত বিষয়:

×