
ব্যারিস্টার লিমা আঞ্জুমান। ছবিঃ সংগৃহীত
আপনি একজনের কাছ থেকে টাকা পান। কিন্তু সে হঠাৎ করে মারা গেলো। তাহলে এই টাকা টা আপনি কিভাবে উদ্ধার করবেন?
সমাধান জানিয়েছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান।
যেকোনো সিভিল কন্ট্র্যাক্ট বা যেকোনো ধরণের দেনা পাওনার যেই কন্ট্র্যাক্টগুলো হয় সেগুলো পাওনাদার ব্যক্তি মারা যাওয়ার পরেও তার ওয়ারিশরা সেই পাওনা পরিশোধ করতে বা সেই কন্ট্র্যাক্ট ফলো করতে, বা তার সাথে যেই চুক্তি ছিলো সেইটা পরিপূর্ণ করতে আইনগতভাবে বাধ্য থাকে।
তবে যদি কোনো অপরাধী কোনো ধরণের অপরাধ করে মারা যায়, তাহলে তার সাথে সাথে তার অপরাধটিরও মৃত্যু হয়। ফলে তার ওয়ারিশদের আর কোনো শাস্তি হয় না।
কিন্তু যদি আপনার বাবা, অথবা আপনার নিজের কেউ কারো কাছ থেকে টাকা নিয়ে মারা যায়, তাহলে সেক্ষেত্রে তার উত্তরাধিকারী যারা আছে, বা তার অবর্তমানে তার সম্পত্তি যারা পাবে, তারাই সেই টাকা পরিশোধ করতে বাধ্য।
ফলে এক্ষেত্রে যদি কেউ পাওনা টাকা উদ্ধার করতে না পারেন, তাহলে সিভিল কোর্টে মানি স্যুট করে টাকা উদ্ধার করতে পারবেন।
সূত্র: https://www.facebook.com/reel/2120428798393917
মুমু