
ছবি: সংগৃহীত
উত্তরাধিকার আইন একটি জটিল ও সংবেদনশীল বিষয়। অনেকেই জানতে চান, যদি কোনো সন্তান তার পিতা-মাতার জীবদ্দশায় মারা যায়, তাহলে সেই সন্তানের অর্জিত বা উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির কী হবে? এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনজুমান আরা (লিমা) মূল্যবান মতামত দিয়েছেন।
তিনি বলেন, “যদি কোনো সন্তান তার পিতার জীবদ্দশায় মৃত্যুবরণ করে, তাহলে সাধারণত সেই সন্তানের উত্তরাধিকারীরা—যেমন তার স্ত্রী, সন্তান বা অন্যান্য আইনগত উত্তরাধিকারী—তার সম্পত্তির দাবিদার হবেন। তবে বিষয়টি নির্ভর করে মৃত্যুর সময় তার মালিকানাধীন সম্পত্তির ধরন, সেইসাথে ইসলামিক শরিয়াহ বা হিন্দু উত্তরাধিকার আইন, বা পারিবারিক বিধান অনুসারে।“
📌 ব্যারিস্টার লিমা আরও বলেন, “যদি সন্তান কোনো সম্পত্তির মালিক হয়ে থাকে এবং তার মৃত্যুকালে সেই সম্পত্তি এখনও তার নামে থেকে থাকে, তবে সেই সম্পত্তি তার বৈধ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হবে। তবে যদি সেই সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পিতার সম্পত্তি হওয়ার কথা থাকলেও পিতার জীবদ্দশায় তা ভাগ না হয়, তাহলে সন্তানের মৃত্যুর পর সেই অংশ তার উত্তরাধিকারীরা পাবেন না। কারণ পিতার জীবিত থাকা অবস্থায় সন্তান আইনত সেই সম্পত্তির মালিক হন না।”
👩⚖️ এই প্রসঙ্গে ব্যারিস্টার লিমা পরামর্শ দেন, “জটিলতা এড়াতে এবং উত্তরাধিকারের প্রশ্নে পরিবারে অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব ঠেকাতে সময়মতো আইনগত পরামর্শ গ্রহণ ও দলিলাদি সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।”
আসিফ