ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নামজারির মিস কেইসে হেরে গেলে কী করবেন?

প্রকাশিত: ১১:১৯, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:২৩, ১৯ এপ্রিল ২০২৫

নামজারির মিস কেইসে হেরে গেলে কী করবেন?

ছবি: সংগৃহীত

আপনার জমি যদি অন্য কেউ তার নামে নামজারি করে নেয় আপনি প্রথমেই একটি মিস কেইস করবেন। এসি ল্যান্ড যদি মিস কেইসে সেই নামজারিটি বাতিল না করে তখন আপনার করণীয় কী?

মিস কেইস করার পর যদি এসি ল্যান্ড কোনো কারণে সেই নামজারিটি বাতিল না করেন তারপরেও ব্যবস্থা নেওয়ার একটি সুযোগ রয়েছে। এসি ল্যান্ডই শেষ ভরসা নয়।

এসি ল্যান্ডের কাছে কাঙ্ক্ষিত সমাধান না পেলে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যেতে পারবেন। তখন আপনি যাবেন এডিএম (এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট) কোর্টে।

সেখানে ইতিমধ্যে বাতিলকৃত মিস কেইসটির আপিল করবেন। উনি এডিসি রেভিনিউ এর মাধ্যমে আপনার জমির সকল কাগজপত্র দেখে সেই অবৈধ নামজারিটি বাতিল করে দিবেন। তবে এক্ষেত্রে অবশ্যই জমির সকল কাগজপত্র ঠিকঠাক থাকতে হবে।

সূত্র: https://www.facebook.com/share/r/1ATGKfBtM6/

মায়মুনা

×