
ছবি: সংগৃহীত
জোরপূর্বক আপনার জমি বা কোনো সম্পদ দখল হওয়ার সম্ভাবনা থাকলে আপনি কী পদক্ষেপ নিবেন? আমরা অনেক সময় কনফিউশনে ভুগি যে আমরা তাৎক্ষণিক কোথায় যাব। কোর্টে নাকি থানায়।
আপনার সম্পত্তি যে এলাকায় সেখানকার থানায় সবার আগে যোগাযোগ করতে হবে। আপনি জিডি বা লিখিত অভিযোগ ও করতে পারেন। তবে অনেকসময় থানা থেকে গড়িমসি করে, বা দেরী করে যার ফলে আপনার জমি বা সম্পদ রক্ষা না ও হতে পারে।
থানা থেকে পর্যাপ্ত সহায়তা না পেলে কোর্টে যাবেন। সেক্ষেত্রে আপনার জমি যে জেলার অধীনে সেই জেলার ডিস্ট্রিক্ট কোর্টে যোগাযোগ করবেন। সাধারণত মানুষ ক্রিমিনাল মামলা করেই ভাবে যে এই পদক্ষেপ যথেষ্ট। কিন্তু এটি শুধু শর্টটার্ম একটি সমাধান দেয়।
যেহেতু আপনার জমি বেদখল হলে আপনার উচ্ছেদ হওয়ার একটি সম্ভাবনা আছে। তাই অবশ্যই ক্রিমিনাল মামলার সাথে একটি সিভিল মামলাও করে রাখতে হবে। এতে একটি লংটার্ম প্রোটেকশন পাওয়া যাবে।
মায়মুনা