ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আপনার নামে চেকের মামলা হলে করণীয় কি?

প্রকাশিত: ০৮:১০, ১৯ এপ্রিল ২০২৫

আপনার নামে চেকের মামলা হলে করণীয় কি?

আপনার নামে যদি চেকের মামলা হয়, সেক্ষেত্রে মামলা থেকে বাঁচার উপায় জানিয়েছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান 

প্রথমত, ব্যাপারটা যদি এমন হয় যে আপনি আসলেই চেক টা দিয়েছিলেন, চেকের সিগনেচারও আপনার। এমনকি চেকের অ্যামাউন্ট টাও আপনিই লিখেছেন। চেকটা আপনিই দিয়েছিলেন। কিন্তু এখন কোনো কারণে আপনি টাকা দিতে চাচ্ছেন না। যদি এমন হয়ে থাকে, তাহলে কোনোভাবেই আপনি টাকা না দিয়ে পার পাবেন না। সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু আপনি জানেনই যে আজ হোক বা কাল, টাকা আপনাকে দিতেই হবে, এমনকি টাকা টা না দিলে আপনাকে জেলেও যেতে হতে পারে, আপনার নিজস্ব সম্পত্তি রিকভারি করে হলেও সরকার পাওনাদারকে টাকা দিবে, পাবলিক ডিমান্ড রিকভারির মাধ্যমে, সুতরাং আউট অফ কোর্ট সেটেলমেন্টে যান। যা কোর্ট মামলা চলাকালীন সময়ও পারমিশন দিয়ে থাকে। সেই সময়ে যদি আপনি একটি নেগোসিয়েশন করে ফেলতে পারেন, সেই নেগোসিয়েশন অনুসারে যদি টাকা দেন, তাহলে এই ঝামেলা আপনাকে করতে হবে না। একটা জায়গায় এসে দুই পক্ষ মিলে আপোষনামা করতে হবে, সেই আপোষনামা কোর্টে গ্রহণযোগ্য। যেহেতু এটি সেমি সিভিল, সেমি ক্রিমিনাল একটা মামলা। 

তবে যদি এমন হয় যে আসলে চেক টা মিথ্যা। এটা আপনি দেননি। এটা যদি আপনি হ্যান্ড এক্সপার্টের মাধ্যমে বা সিআইডিকে তদন্তের জন্য দেওয়ার মাধ্যমে কোর্টকে প্রমাণ করতে পারেন যে এটা জালয়াতি করে আপনার কাছ থেকে জোরপূর্বক নেয়া হয়েছে, তাহলে আপনি মামলা থেকে খালাস হয়ে যাবেন। 

সূত্র: https://www.facebook.com/reel/1502717870707334

মুমু

×