ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মৃত ব্যক্তির “স্ত্রী বা সন্তান” দাবী করলে আইনগত করণীয় কি?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৯, ১৮ এপ্রিল ২০২৫

মৃত ব্যক্তির “স্ত্রী বা সন্তান” দাবী করলে আইনগত করণীয় কি?

প্রতীকী ছবি

ব্যারিস্টার লিমা আঞ্জুমান জানালেন কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যদি কেউ এসে তার ওয়ারিশ হিসেবে বা সন্তান হিসেবে নিজেকে দাবি করে, অথবা কোনো নারী এসে যদি নিজেকে ঐ মৃত ব্যক্তির স্ত্রী হিসেবে নিজেকে দাবি করে, তাহলে তাদের নিজেদের স্ত্রী অথবা সন্তান দাবি করার জন্য যেসব বৈধ নথিপত্র দেখিয়ে বিষয়টি প্রমাণ করতে হবে-

যদি কোনো ভদ্রমহিলা এসে সে নিজেকে মৃত ব্যক্তির স্ত্রী হিসেবে দাবি করে তাহলে তাকে অবশ্যই ভ্যালিড রেজিস্টার্ড কাবিননামা দেখাতে হবে। এবং সেই সাথে অবশ্যই তার যে মৃত ব্যক্তির সাথে অনেক বছরের সম্পর্ক ছিল, হতে পারে সেটা গোপনে, তবুও তার কিছু ছবি, তাদের যোগাযোগের কিছু প্রমাণ দেখাতে হবে। কিন্তু সবচেয়ে বেশি জরুরি কাবিনের কাগজটি দেখানো। বিয়েটা অবশ্যই রেজিস্টার্ড কাজীর মাধ্যমেই হতে হবে। 

যদি কেউ হঠাৎ এসে নিজেকে মৃত ব্যক্তির সন্তান হিসেবে দাবি করে, তাহলে প্রথমেই তাকে নিশ্চিত করতে হবে যে জন্মনিবন্ধনের অনলাইন কপিতে বাবার নামের জায়গায় মৃত ব্যক্তির নাম রয়েছে। এবং তারপরেও কোর্টে অ্যাপ্লাই করে ডিএনএ টেস্টের মাধ্যমে এই জিনিসটিকে কনফার্ম করতে হবে যে মৃত ব্যক্তিই তার জন্মদাতা পিতা। 

এই জিনিসগুলো প্রমাণ করতে পারলেই তারা সমাজে স্বীকৃতি পাবে। এবং সম্পত্তির অংশও তারা পাবে।  

সূত্র: https://www.facebook.com/reel/1606203263432381

মুমু

×