ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এজমালি সম্পত্তি কী? কী এর বণ্টন পদ্ধতি?

প্রকাশিত: ১০:৫০, ১৮ এপ্রিল ২০২৫

এজমালি সম্পত্তি কী? কী এর বণ্টন পদ্ধতি?

ছবি: সংগৃহীত

বাবা বা মা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে সন্তানরা যে সম্পদ পায় তাকে মৌরুসি বা এজমালি সম্পত্তি বলে।

এখন যদি বাবা মা তাদের সম্পদের বন্টন ঠিকঠাক করে যেতে না পারেন তবে তার সন্তানদের একটি আপোষ বণ্টননামা হবে। এই আপোষ বন্টনের আগে কেউ ই সেসব সম্পদের নামজারি, মিউটেশন বা খাজনা কিছুই করতে পারবেন না। এর আগে অবশ্যই একটি লিখিত বা রেজিস্ট্রার আপোষ বণ্টননামা হওয়া জরুরি।

তবে, কে কোনদিকে জমি পাবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট আইন নেই। এ ব্যাপারে প্রয়োজন পারিবারিক ঐক্যমত বা স্যাটেলমেন্ট।

এ নিয়ে কোনো বিবাদ বা বিভাজন হলে, তার মামলা করতে হলে সেই সম্পদ যে এলাকার সেখানকার সিভিল কোর্টে মামলা করতে হবে।

সূত্র: https://www.facebook.com/share/r/1X7VCYwkzD/

মায়মুনা

×