
ছবি : সংগৃহীত
বাংলাদেশে অনেক সন্তানই বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন। কিন্তু আইনগতভাবে বাবা যদি জীবিত অবস্থায় ইচ্ছাকৃতভাবে কোনো সন্তানকে সম্পত্তি দিতে না চান, তাহলে সেই সন্তানের কি কোনো অধিকার থাকে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজ্ঞ ব্যারিস্টার আনজুমান আরা (লিমা) এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন।
ব্যারিস্টার লিমা বলেন, "ইসলামিক আইন ও বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তির পূর্ণ মালিক। তিনি চাইলে যে কোনো সন্তানকে সম্পত্তি দিতে পারেন বা বঞ্চিত করতে পারেন। এখানে আইনগতভাবে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।" অর্থাৎ, বাবা যদি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে তিনি কোনো সন্তানকে সম্পত্তি দেবেন না, তাহলে সেই সন্তানের পক্ষে আদালতে গিয়েও কিছু করার উপায় নেই।
তবে ব্যারিস্টার লিমা আরও উল্লেখ করেন, "যদি বাবা মারা যাওয়ার সময় কোনো উইল না করে যান বা সম্পত্তি ভাগ না করে যান, তাহলে ইসলামিক উত্তরাধিকার আইন (মিরাস) অনুসারে সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে সম্পত্তির ভাগ পাবে।" বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, সন্তানরা সমান বা নির্ধারিত অনুপাতে বাবার সম্পত্তি পেয়ে থাকে। এমনকি যদি বাবা জীবিত অবস্থায় কোনো সন্তানকে বঞ্চিত করার চেষ্টা করেন, তবুও মৃত্যুর পর আইন সেই সন্তানকে তার ন্যায্য অংশ দেবে।
যদি কোনো সন্তান মনে করেন যে তাকে অবৈধভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে, তাহলে তিনি বাবার মৃত্যুর পর আদালতে মামলা করতে পারেন। তবে বাবা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি দাবি করার কোনো আইনি পথ নেই।
আঁখি