জমি কেনার প্রক্রিয়া শুধু অর্থনৈতিক নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ আইনি বিষয়ও। বর্তমানে অনেকেই জমি কেনার আগেই ‘বায়না’ বা প্রাথমিক চুক্তি সম্পাদন করেন। কিন্তু এ ক্ষেত্রে অনিয়ম ও অসতর্কতার কারণে ভবিষ্যতে দেখা দেয় নানা জটিলতা। ২০০৬ সালের পর থেকে বাংলাদেশে জমি কেনার ক্ষেত্রে ‘বায়না’ চুক্তি নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। ফলে, এই নিবন্ধনের মাধ্যমে জমি কেনাবেচার সময় প্রায় ৮০ শতাংশ ঝুঁকি দূর করা সম্ভব।