
ছবি: সংগৃহীত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় তা স্পষ্টভাবে অস্বীকার করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি জানিয়েছে, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বিভ্রান্তিকর।
পিএসসি জানিয়েছে, কিছু পরীক্ষার্থী সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে তাঁদের ধারণা, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। তাঁরা এমনকি প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগ হওয়ার কথাও উল্লেখ করেছেন। তবে পিএসসি জানিয়েছে, ৫ আগস্টের পর প্রশ্নকারকদের কেউই কমিশনের কাছে কোনো প্রশ্নপত্র জমা দেননি।
পিএসসির ভাষ্য অনুযায়ী, এ ধরনের অনুমাননির্ভর ও অসত্য তথ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে, যা বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের বিভ্রান্ত করতে পারে। কমিশন সবাইকে এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো পরীক্ষার্থীর প্রশ্নকারকদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অত্যন্ত অনভিপ্রেত ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও সতর্ক করে দিয়েছে কমিশন।
গণমাধ্যমগুলোর উদ্দেশে পিএসসি অনুরোধ জানিয়েছে, তারা যেন কমিশনের সঙ্গে তথ্য যাচাই না করে এমন সংবেদনশীল বিষয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে।
আসিফ