ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পিএসসি

প্রকাশিত: ১৪:১১, ২১ এপ্রিল ২০২৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে পিএসসি

৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ মে থেকে। এই পরীক্ষা চলবে ১৯ মে পর্যন্ত। একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি বিভাগীয় শহরে-ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে।

পরীক্ষার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এসব নির্দেশনা না মানলে কেবল প্রার্থিতা বাতিলই নয়, বরং ভবিষ্যতেও পিএসসির সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য বলে গণ্য করা হতে পারে,এমন কঠোর বার্তা দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।


১. কঠোর নিষেধাজ্ঞা ডিভাইস ও অলংকারে:
পরীক্ষার হলে বইপুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ডের মতো দেখতে যন্ত্র, গয়না, ব্রেসলেট কিংবা ব্যাগ আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এসব সামগ্রী নিয়ে কেউ কেন্দ্রে প্রবেশ করলে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।

২. প্রবেশের সময় থাকবে তল্লাশি:
পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালানো হবে। প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মোবাইল ও অন্যান্য নিষিদ্ধ ডিভাইস আছে কি না তা পরীক্ষা করে দেখা হবে।

৩. মোবাইলে যাবে বিশেষ সতর্কবার্তা:
পরীক্ষার দিন যাতে কেউ নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনেন, সে জন্য পিএসসি থেকে প্রত্যেক পরীক্ষার্থীর মোবাইলে একটি সতর্কতামূলক এসএমএস পাঠানো হবে। এই এসএমএসে দেওয়া নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৪. কানে আবরণ নয়, লাগবে অনুমোদন:
পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে। কেউ হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন মনে করলে, তা ব্যবহারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই পিএসসির অনুমোদন নিতে হবে।

আফরোজা

×