
বাংলাদেশ ক্যাডেট কলেজসমূহে শূন্য পদে হিসাবরক্ষণ কর্মকর্তা নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ। আগ্রহী, মেধাবী ও উদ্যমী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
নিয়োগের বিস্তারিত তথ্যঃ
পদের নাম ও সংখ্যা
হিসাবরক্ষণ কর্মকর্তা – ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তঃ
হিসাবরক্ষণ কর্মকর্তা পদে আবেদনকারীদের জন্য:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম.কম অথবা ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণির বি.কম (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA) বা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (ICMA) কোর্স উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে।
বেতন স্কেলঃ
নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড অনুযায়ী বেতন পাবেন।(২২,০০০-৫৩,০৬০)
লিখিত পরীক্ষার সময়সূচিঃ
তারিখ: ১০ মে ২০২৫
সময়: সকাল ১০টা থেকে সাড়ে ১২.৩০ টা পর্যন্ত
পরীক্ষার স্থান:
নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেনানিবাস
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমাঃ
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময়: ২০ মার্চ ২০২৫ থেকে ১৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত।
বয়সসীমা:
০১ মার্চ ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। উল্লেখ্য, বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
জাতীয়তা সংক্রান্ত শর্তঃ
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতি দিলে তিনি পরীক্ষায় অযোগ্য বলে গণ্য হবেন।
আবেদন করতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট বা বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
আফরোজা