ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আগামীকাল

প্রকাশিত: ০৯:৪৬, ১৮ এপ্রিল ২০২৫

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আগামীকাল

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ১০টি ক্যাটাগরির ১৮৭টি পদে ১১ থেকে ১৬তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

 

পদের বিবরণ ও যোগ্যতা
স্টোর অফিসার
পদসংখ্যা ১টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস চালনায় দক্ষতা প্রয়োজন।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

হিসাবরক্ষক
মোট পদ ২৫টি। যোগ্যতা ও বেতন স্টোর অফিসারের অনুরূপ।

কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ২৭টি। প্রার্থীকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ৪টি। স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

উচ্চমান সহকারী
পদ ৯টি। স্নাতক ডিগ্রি ও কম্পিউটারে টাইপিং দক্ষতা (বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ প্রতি মিনিট) প্রয়োজন।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা ৩টি। সাঁটলিপিতে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারী কাম ক্যাশিয়ার
মোট পদ ৩৯টি। এইচএসসি বা সমমান পাস এবং এমএস অফিসে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদ ৭৬টি। এইচএসসি পাস, টাইপিংয়ে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ প্রতি মিনিট এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

স্টোরকিপার
পদ ১টি। এইচএসসি পাসসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

ইলেকট্রিশিয়ান
পদ ২টি। সংশ্লিষ্ট ট্রেডে ভোকেশনাল এইচএসসি পাসসহ ছয় মাসের অভিজ্ঞতা বা এক বছরের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। বি-সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা
২০২৫ সালের ১ মার্চ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন যেভাবে করবেন
আবেদন করতে হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টাল থেকে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী (স্মারক নম্বর: ৩৭.০৭.০০০০.০০৮.১১.১৫৮.২৩-৩৯৯, তারিখ: ২৭ মার্চ ২০২৪) যারা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য ফি ১৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১৬৮ টাকা।
৩ থেকে ১০ নম্বর পদের জন্য ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা।
অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা।
ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়
আবেদন গ্রহণের শেষ সময়: ১৯ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

 

 


সূত্র:https://tinyurl.com/ykxsdk53

আফরোজা

×