ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ডিএনসিসিতে ১৫৮ পদে জনবল নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশিত: ০৯:২৯, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৩৬, ১৮ এপ্রিল ২০২৫

ডিএনসিসিতে ১৫৮ পদে জনবল নিয়োগে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত তিন ক্যাটাগরির ১৫৮টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য আবারও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার, ১৬ এপ্রিল প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে একই পদগুলোতে নিয়োগের জন্য ২০২৪ সালের জুন মাসে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং সেই আবেদন প্রক্রিয়াও গত বছরেই শেষ হয়। নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যেসব প্রার্থী পূর্ববর্তী (৬/১০/২০২৪) বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

পদের বিবরণ ও যোগ্যতা
ব্যক্তিগত সহকারী
এই পদে মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে অন্তত ২০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বেতন স্কেল গ্রেড–১৩ অনুযায়ী ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা নির্ধারিত।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
এই পদের জন্য মোট ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পাস হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতার পাশাপাশি টাইপিং গতি বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ থাকতে হবে। বয়সসীমা ৩২ বছর। বেতন স্কেল গ্রেড–১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

হিসাব সহকারী
এই পদে ৫০ জন নিয়োগ পাবেন। প্রার্থীদের বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ উত্তীর্ণ হতে হবে। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। বয়সসীমা ৩২ বছর এবং বেতন স্কেল গ্রেড–১৬ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ২১ এপ্রিল ২০২৫, সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু করতে হবে। আবেদন করতে হবে dncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনপত্র পূরণের পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন করে অথবা [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়
আবেদন গ্রহণ চলবে ১২ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএনসিসি।

 


সূত্র:https://tinyurl.com/5t38a5dh

আফরোজা

×