ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গুগলের ‘ক্যারিয়ার ড্রিমার’:এবার এআই খুঁজে দেবে আপনার স্বপ্নের চাকরি!

প্রকাশিত: ০৮:০০, ১৮ এপ্রিল ২০২৫

গুগলের ‘ক্যারিয়ার ড্রিমার’:এবার এআই খুঁজে দেবে আপনার স্বপ্নের চাকরি!

আপনি কি পেশা বদলের কথা ভাবছেন? তাহলে গুগলের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুল আপনার স্বপ্নের ক্যারিয়ার খুঁজে পেতে বড়সড় সহায়তা দিতে পারে। এআই এখন বিশ্বজুড়ে দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে-তবে অনেকেই জানেন না, চাকরির জগতে নিজেদের দক্ষতা বুঝে নেওয়া এবং সেটিকে উপস্থাপন করতেও এআই কতটা কার্যকর হতে পারে।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি, Grow with Google উদ্যোগের অংশ হিসেবে ‘Career Dreamer’ নামের এই নতুন টুলটি উন্মোচন করেছে গুগল। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের জেনারেটিভ এআই টুল, যা ব্যবহারকারীদের দক্ষতা, অভিজ্ঞতা, পড়াশোনা ও আগ্রহ বিশ্লেষণ করে সম্ভাব্য ক্যারিয়ার অপশন সাজিয়ে দেয়।

 

দক্ষতা বিশ্লেষণ থেকে ক্যারিয়ার পরিকল্পনা,সবই এআইয়ের হাতে

Career Dreamer-এর মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক প্রম্পট বা প্রশ্নের মাধ্যমে নিজেদের স্কিল, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যক্তিগত আগ্রহ তুলে ধরতে পারেন। এরপর গুগলের তৈরি এআই সিস্টেম এসব তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য চাকরির ক্ষেত্র, পেশাগত পথ ও দক্ষতা অনুযায়ী পরামর্শ প্রদান করে। এর জন্য ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো ও Lightcast-এর বাস্তব চাকরির বাজার-ভিত্তিক তথ্য।

গুগলের ক্রিয়েটিভ টেকনোলজিস্ট অ্যারন ওয়েড বলেন, “সবসময় ক্যারিয়ার পথ সরলরৈখিক হয় না। অনেকেই বুঝতে পারেন না, সামনে কী করবেন। Career Dreamer তৈরি করা হয়েছে যেন সেই অনিশ্চয়তা দূর হয়। এটা ব্যবহারকারীদের অভিজ্ঞতার গুরুত্ব বুঝতে শেখায়, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের দক্ষতা তুলে ধরতে সাহায্য করে এবং এমন সম্ভাবনা দেখায় যা হয়তো কেউ আগে চিন্তাও করেননি।”

 

কেন এই মুহূর্তে এমন টুল প্রয়োজন?
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের তথ্য বলছে, গড়পড়তা এক জন কর্মী একটি প্রতিষ্ঠানে ৩.৯ বছর কাজ করেন। বয়সভেদে এই সংখ্যা আরও ভিন্ন-যেমন, ২৫–৩৪ বছর বয়সীদের গড় চাকরির মেয়াদ মাত্র ২.৭ বছর, অথচ ৫৫–৬৪ বছর বয়সীদের ক্ষেত্রে সেটা ৯.৬ বছর। এছাড়া Pew Research Center-এর ২০২৩ সালের এক জরিপ অনুযায়ী, মাত্র ৫০ শতাংশ মার্কিন কর্মীই তাদের কাজ নিয়ে ‘খুব সন্তুষ্ট’ বা ‘অত্যন্ত সন্তুষ্ট’ বলে জানিয়েছেন।

এই প্রেক্ষাপটে গুগলের টুলটি শুধু ক্যারিয়ার পরামর্শ নয়, বরং আত্মবিশ্বাস ও আত্ম-উন্মোচনের এক নতুন সুযোগ এনে দিয়েছে।

 

চাকরির চেয়েও বেশি কিছু
Career Dreamer-এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এটি শুধু ক্যারিয়ার খুঁজে দেওয়ার টুল নয়-এটি একটি সম্পূর্ণ ক্যারিয়ার সহায়ক প্ল্যাটফর্ম। এই টুলের সঙ্গে গুগলের এআই চ্যাটবট ‘Gemini’-কে যুক্ত করে ব্যবহারকারীরা সহজেই নিজের জন্য কভার লেটার বানাতে পারেন, সিভি আপডেট করতে পারেন, এমনকি ভবিষ্যৎ ইন্টারভিউয়ের জন্য ‘ক্যারিয়ার আইডেন্টিটি স্টেটমেন্ট’-ও তৈরি করে নিতে পারেন।

পাশাপাশি গুগলের নিজস্ব Career Certificate প্রোগ্রাম বা Cloud Skills Boost কোর্সের মতো বিভিন্ন প্রশিক্ষণমূলক প্ল্যাটফর্মের সঙ্গে ব্যবহারকারীকে সংযুক্ত করে এই টুল, যাতে তারা প্রয়োজনীয় দক্ষতা আরও উন্নত করতে পারেন।

Career Dreamer ব্যবহার করে আপনি যতো বেশি তথ্য দিবেন, সিস্টেম ততই নিখুঁত এবং ব্যাক্তিগতকৃত পরামর্শ দিতে পারবে। অ্যারন ওয়েডের ভাষায়, “যারা নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর মনোযোগ দিতে চান, তাদের জন্য এই টুলটি আত্মবিশ্বাস তৈরি করতে, সক্ষমতা অনুভব করাতে এবং স্বাধীনভাবে নিজেদের ক্যারিয়ার গড়ার পথ খুঁজে পেতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “এআই একসঙ্গে অনেক তথ্য বিশ্লেষণ করে দ্রুত প্যাটার্ন খুঁজে বের করতে পারে। ফলে কে কী ভালো পারেন, কী পছন্দ করেন, আর কোথায় সুযোগ আছে-এই সংযোগগুলো খুঁজে পেতেই Career Dreamer নিঃসন্দেহে সহায়ক।”

 

স্বপ্নের ক্যারিয়ার এক ক্লিক দূরে?
আপনি যদি নতুন কোনো পেশায় যেতে চান, অথবা বর্তমান পেশায় নিজের অবস্থান আরও শক্ত করতে চান-Career Dreamer আপনার জন্য হতে পারে শুধু একটি টুল নয়, বরং ভবিষ্যতের দ্বার উন্মোচনের একটি সেতুবন্ধ। এটি আপনাকে ভাবতে শেখাবে, নিজের সম্ভাবনাকে বিশ্বাস করতে শেখাবে, আর হয়তো আপনাকেই আপনার সবচেয়ে উপযুক্ত ক্যারিয়ারের পথ দেখিয়ে দেবে।

 

 

 

সূত্র:https://tinyurl.com/bddurpja

আফরোজা

×