
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)। পদ সংখ্যা: ৫০টি। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/। গ্রেড: ৯ম। শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল, পানি সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অংংড়পরধঃব গবসনবৎ ড়ভ ঃযব ওহংঃরঃঁঃব ড়ভ ঊহমরহববৎং (অগওঊ) এর সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
২. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)। পদ সংখ্যা: ৬টি। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-। গ্রেড: ৯ম। শিক্ষাগত যোগ্যতা: বিশ্ববিদ্যালয় হতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। দক্ষতা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
৩. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক। পদ সংখ্যা: ১০২টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-। গ্রেড: ১০ম। শিক্ষাগত যোগ্যতা: পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। দক্ষতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
৪. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ)। পদ সংখ্যা: ২২টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-। গ্রেড: ১০ম। শিক্ষাগত যোগ্যতা: যন্ত্রকৌশল, তড়িৎ কৌশল বা শক্তি কৌশল বিষয়ে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। দক্ষতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
৫. পদের নাম: হিসাব রক্ষক। পদ সংখ্যা: ১৯টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/-। গ্রেড: ১০ম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। দক্ষতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
৬. পদের নাম: হিসাব করণিক। পদ সংখ্যা: ৭৮টি। বেতন স্কেল: ৯,৩০০-২২৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। দক্ষতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
বিস্তারিত জানুন: www.bwdb.gov.bd
আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২৫।