
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) জন্য রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: উপপরিচালক (ক্রীড়া বিজ্ঞান)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০/-। গ্রেড: ৫ম। শিক্ষাগত যোগ্যতা: ক্রীড়া বিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থ/বায়োমেকানিক্স/স্পোর্টস মেডিসিন) বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্রীড়া বিজ্ঞান বিষয়ে ২য় শ্রেণির ডিপ্লোমা অথবা ক্রীড়া বিজ্ঞান (এমবিবিএস/এমপিএড/সাইকোলজি, পদার্থ/ফলিত পদার্থ/বায়োমেকানিক্স/স্পোর্টস মেডিসিন) বিষয়ে ১ম শ্রেণির মাস্টার্স/২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির মাস্টার্স। অভিজ্ঞতা: ন্যূনতম ১০ বছর। বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।
২. পদের নাম: কোচ। পদ সংখ্যা: ১৩টি {আর্চারি- ১, ব্যাডমিন্টন- ১ (পুরুষ), বক্সিং- ১ (পুরুষ), ক্রিকেট- ১ (পুরুষ) ১ (মহিলা), ফুটবল- ৩, হকি- ১, শূটিং- ১ (পুরুষ), টেবিল টেনিস- ১, টেনিস- ১ (পুরুষ) ও ভলিবল- ১ (পুরুষ)}। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-। গ্রেড: ৯ম। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী। (ক) জাতীয় দলের সাবেক বা বর্তমান কোনো খেলোয়াড় (খ) জাতীয় দলের প্রশিক্ষক (গ) স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত (ঘ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন (ঙ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত অথবা (চ) আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত। বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
৩. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০/-। গ্রেড: ১০ম। শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল) এ অন্যূন দ্বিতীয় বিভাগে ডিপ্লোমা। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৪. পদের নাম: ড্রাফটসম্যান। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০/-। গ্রেড: ১৫তম। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৫. পদের নাম: টেনিস মার্কার। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং টেনিস খেলার অভিজ্ঞতা ও পারদর্শিতা। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৬. পদের নাম: গাড়ি চালক (হাল্কা)। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯,৭০০-২২,৪৯০/-। গ্রেড: ১৫তম। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অভিজ্ঞতা: বৈধ লাইসেন্সসহ হাল্কা যানবাহন চালনার বাস্তব অভিজ্ঞতা। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
৭. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
বিস্তারিত জানুন: www.bksp.gov.bd
আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৫।