
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের আওতাধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রাধান কার্যালয় এবং সংস্থার অধীন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস ও জেলা লিগ্যাল এইড অফিসসমূহের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্ত নির্ধারিত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
১. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-। গ্রেড: ৯তম। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্র্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্র্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। দক্ষতা: সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা।
২. পদের নাম: আইনি পরামর্শ কর্মকর্তা (চুক্তিভিত্তিক)। পদ সংখ্যা: ৬টি। বেতন: ৪০,০০০/-। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে এলএলবি (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতা: আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকারপ্রাপ্ত হবেন এবং কম্পিউটার বিষয়ে অন্যূন ৩ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা।
৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/-। গ্রেড: ১৪তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে। কর্মস্থল: সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা।
৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার বিষয়ে অন্যূন এক বৎসরের ডিপ্লোমা থাকতে হবে। দক্ষতা: ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা
৫. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা: ২টি। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দক্ষতা: ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কর্মস্থল: যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস।
৬. পদের নাম: বেঞ্চ সহকারী। পদ সংখ্যা: ১টি। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দক্ষতা: ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দের এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কর্মস্থল: যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস।
৭. পদের নাম: জারিকারক। পদ সংখ্যা: ১১টি। বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-। গ্রেড: ১৬তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দক্ষতা: কম্পিউটার টাইপে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কর্মস্থল: যে কোনো জেলা লিগ্যাল এইড অফিস।
৮. পদের নাম: অফিস সহায়ক। পদ সংখ্যা: ৫টি। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-। গ্রেড: ২০তম। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্মস্থল: সংস্থার প্রধান কার্যালয়, ঢাকা।
বিস্তারিত জানুন: www.nlaso.gov.bd অথবা http://nlaso.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ৬ এপ্রিল ২০২৫ বিকেল ৫টা।