ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

শাহজালাল ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে নিয়োগ, সর্বোচ্চ বেতন ৭১ হাজার

প্রকাশিত: ২৩:২১, ১৬ মার্চ ২০২৫; আপডেট: ২৩:২২, ১৬ মার্চ ২০২৫

শাহজালাল ইসলামী ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি ও প্রবেশনারি অফিসার পদে নিয়োগ, সর্বোচ্চ বেতন ৭১ হাজার

ছবি: সংগৃহীত

শাহজালাল ইসলামী ব্যাংক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ও প্রবেশনারি অফিসার (পিও) পদে। সর্বোচ্চ বেতন ৭১,৫০০ টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত তথ্য দেওয়া হল:

১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)

  • পদসংখ্যা: অনির্ধারিত

  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ-৪.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ-৩.২৫ এবং সিজিপিএ-৫.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ-৪.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫.০০ এর মধ্যে ৪.৭৫ অথবা ও লেভেলে ৪টি ‘এ’ ও ১টি ‘বি’ এবং এ লেভেলে ১টি ‘এ’ ও ১টি ‘বি’ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে।

  • বয়স: ১৬ মার্চ ২০২৫ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।

  • বেতন-ভাতা: প্রবেশনকাল (এক বছর) শেষে মাসিক বেতন ৪৯,৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭১,৫০০ টাকা।

২. পদের নাম: প্রবেশনারি অফিসার (পিও)

  • পদসংখ্যা: অনির্ধারিত

  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ-৪.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ-৩.০০ এবং সিজিপিএ-৫.০০ এর মধ্যে কমপক্ষে সিজিপিএ-৪.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫.০০ এর মধ্যে ৪.৫০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে ২টি ‘বি’ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে।

  • বয়স: ১৬ মার্চ ২০২৫ অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর।

  • বেতন-ভাতা: প্রবেশনকাল (এক বছর) শেষে মাসিক বেতন ৩৮,৫০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৫২,৯৫৫ টাকা।

শর্তাবলী:

নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছর এই ব্যাংকে চাকরি করবেন মর্মে একটি বন্ডে সই করতে হবে।

যেভাবে আবেদন করবেন:

আগ্রহী প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য এখানে ক্লিক করুন এবং "Apply Now" বাটনে ক্লিক করে আবেদন করুন।

আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৫

আসিফ

×