ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

২০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বিশেষ বিসিএসে!

প্রকাশিত: ২০:৩৬, ১৩ মার্চ ২০২৫

২০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বিশেষ বিসিএসে!

ছবি: সংগৃহীত

বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক সায়েদুর রহমান আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান। তিনি বলেন, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স ৩২ বছর, যা দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।

অধ্যাপক সায়েদুর রহমান আরও বলেন, বিগত সরকারের সময়ে চিকিৎসকদের দীর্ঘদিনের ক্ষোভ জমে থাকার কারণে, গত বুধবার তারা তাঁদের বেতন-ভাতার দাবিতে ধর্মঘট করেছিল। তবে বর্তমান সরকার তাঁদের দাবির প্রতি আন্তরিক। সরকারের পক্ষ থেকে শিগগিরই এই বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সরকারের আশ্বাসে চিকিৎসকেরা আন্দোলন থেকে সরে আসলেও, কিছু ইন্টার্ন চিকিৎসক শিক্ষার্থী এখনও ক্লাসে অনুপস্থিত রয়েছেন। এ বিষয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, "আমরা সরকারের পক্ষ থেকে অনুরোধ করছি, সবাই যেন তাঁদের দায়িত্ব পালন করেন।"

চিকিৎসক এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা করা হবে। এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করার কথাও জানান তিনি।

আসিফ

×