ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আগামী ১২ মার্চ বাংলাদেশ বিমানের ব্যবহারিক পরীক্ষা শুরু

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৬, ১১ মার্চ ২০২৫; আপডেট: ১৯:৫৬, ১১ মার্চ ২০২৫

আগামী ১২ মার্চ বাংলাদেশ বিমানের ব্যবহারিক পরীক্ষা শুরু

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমটি অপারেটর (ক্যাজুয়াল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা (ড্রাইভিং টেস্ট) ১২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের যানবাহন বিভাগে (এমটি) অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের ২ কপি কালার প্রিন্ট, ড্রাইভিং লাইসেন্স ও সংশ্লিষ্ট সব ডকুমেন্টসের মূল কপি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, এসএসসি বা সমমান সনদের মূল কপি ও ১ সেট করে সত্যায়িত ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে।

শহীদ

×