ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ফ্লাইট এক্সপার্টে মিলবে ২৫ হাজার টাকার চাকরি

প্রকাশিত: ০৯:১৮, ৩ মার্চ ২০২৫

ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য ফ্লাইট এক্সপার্টে মিলবে ২৫ হাজার টাকার চাকরি

ছবি: সংগৃহীত

ফ্লাইট এক্সপার্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি!
পদবী: জুনিয়র অপারেশনস অফিসার (ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন)
স্থান: চট্টগ্রাম (আগ্রাবাদ), ঢাকা (মতিঝিল)
বেতন: ২০,০০০ - ২৫,০০০ টাকা (মাসিক)
পদ সংখ্যা: ১০

দায়িত্বসমূহ:

  • কাস্টমার ও সাপ্লায়ারের সঙ্গে ইনবাউন্ড/আউটবাউন্ড কল এবং ইমেইল সংযোগ রক্ষা করা
  • সুপারভাইজারের নির্দেশ অনুযায়ী অফিস ও বাসা থেকে কাজ করা
  • কোম্পানির নীতিমালা কার্যকর ও অপারেশনস কার্যক্রমে সহায়তা করা


যোগ্যতা:

  • স্নাতক ডিগ্রি (শুধু গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন)
  • বয়স: ২০-২৮ বছর
  • কাস্টমার সাপোর্ট, কল সেন্টার বা ট্রাভেল এজেন্সিতে ১-২ বছরের অভিজ্ঞতা (ফ্রেশাররাও আবেদন করতে পারেন)
  • স্পষ্ট বাংলা ও ইংরেজি বলার দক্ষতা
  • সমস্যা সমাধান, সমন্বয় ও বিশ্লেষণী ক্ষমতা
  • শিফট ভিত্তিক কাজ করার মানসিকতা এবং অফিস আওয়ারের পরেও কর্পোরেট ইভেন্টে অংশগ্রহণের আগ্রহ

আবেদনের শেষ তারিখ: ৮ মার্চ ২০২৫
আবেদন করুন: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc4dtifozt3u4pMrotusamo0axqSHYGBwlng8AcD46LZeYmdw/viewform

আবীর

×